সঞ্চয়ন মিত্র, কলকাতা: দুর্গাপুজোকে (Durga Puja 2022) হেরিটেজ তকমা দেওয়ায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় পদযাত্রা। মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও।


ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে কলকাতায় পদযাত্রা: UNESCO-র ইনট্যানজিবল কালচারাল হেরিটেজের তকমা পেয়েছে বাংলার দুর্গাপুজো। এই প্রেক্ষাপটেই, আজ দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপক পদযাত্রার আয়োজন করা হয়েছে রাজ্যজুড়ে। মূল পদযাত্রাটি হবে কলকাতায়। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও জেলায় জেলায় ধন্যবাদজ্ঞাপক মিছিলে পা মেলাবে পুজো কমিটিগুলি। দল মত নির্বিশেষে সবাইকে পদযাত্রায় সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, দুপুর ২টো নাগাদ জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কাছে সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে শুরু হয়ে কলুটোলা, বউবাজার, চাঁদনি চক, ডোরিনা ক্রসিং, রানি রাসমণি অ্যাভিনিউ হয়ে পদযাত্রা পৌঁছবে রেড রোডে। মিছিলে থাকবেন বিশিষ্ট ব্যক্তি, ক্রীড়া ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রীরা থাকবেন ফোরাম ফর দুর্গোত্সবের অধীন পুজো কমিটির উদ্যোক্তারাও। উত্তর, দক্ষিণ, পূর্ব ও হাওড়া, মূলত এই ৪টি জোন থেকে তাঁরা আসবেন। রেড রোডে থাকছে বাউল গানের আসর। যার মাধ্যমে তুলে ধরা হবে বাংলার লোক সংস্কৃতি। 


 





যান চলাচল নিয়ন্ত্রণ:
দুর্গাপুজোর ধন্যবাদজ্ঞাপক পদযাত্রা ঘিরে তত্পর কলকাতা পুলিশ (Kolkata Police) । এর জন্য আজ কলকাতার বেশ কিছু রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। সেক্ষেত্রে উত্তর কলকাতায় যেতে ধরতে হবে বেন্টিঙ্ক স্ট্রিট, রবীন্দ্র সরণি, স্ট্র্যান্ড রোড। স্ট্র্যান্ড রোডে কোনও পার্কিং থাকবে না। দুপুর ১টা থেকে ৪টে পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট্রাল অ্যাভিনিউ। শিয়ালদাগামী বাস এজেসি বোস রোড বা এপিসি রোড ধরবে। হাওড়া যেতে হলে ধরতে হবে স্ট্র্যান্ড রোড। আজ রেড রোড ২৪ ঘণ্টাই বন্ধ থাকবে। পুলিশ সূত্রে খবর, পরিস্থিতি বুঝে ট্রাফিকের অভিমুখ ঘোরানো হবে।


আরও পড়ুন: Durga Puja 2022: কলকাতার দুর্গাপুজোর আন্তর্জাতিক স্বীকৃতি, আজ ধন্যবাদজ্ঞাপন মিছিল, মমতার আহ্বান ফেরাল বিজেপি