কৃষ্ণেন্দু অধিকারী, অনির্বাণ বিশ্বাস, কলকাতা : লোকসভা উপনির্বাচন থেকে বিধানসভা উপনির্বাচন, রাজ্যে বিজেপির ভোটবাক্সে রক্তক্ষরণ চলছেই। 'জয় শ্রীরাম' ধ্বনি (Jai Sree Ram Chant) দিয়েও ভোটের সুপবন লাগছে না গেরুয়া শিবিরের পালে। অথচ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় রাম মন্দির দেখতে ভিড় করছেন কাতারে কাতারে মানুষ ! ঠাকুর দেখার লাইনে এই রাম-সেন্টিমেন্ট চব্বিশের ভোটে ডিভিডেন্ড দেবে বঙ্গ বিজেপিকে ?


কোথায় অযোধ্যা আর কোথায় কলকাতা। অথচ কী আশ্চর্য পুজোর তিলোত্তমায় যেন একসূত্রে বাঁধা পড়েছে দেশের দুই প্রাচীন শহর। সব ঠিক থাকলে, আগামী লোকসভা ভোটের (Lok Sabha Election) আগে, জানুয়ারিতেই জনসাধারণের জন্য খুলে যেতে পারে অযোধ্যার রাম মন্দিরের দরজা। আর এই রাম মন্দির নির্মাণকে সামনে রেখেই বিজেপি যে কুর্সি দখলের লড়াইয়ে ঝাঁপাবে, তাও অজানা নয়।


চব্বিশের হাইভোল্টেজ লড়াইয়ের আগে অযোধ্যার সেই রামমন্দিরের (Ram Mandir) প্রতিরূপই উঠে এসেছে প্রায় সাড়ে ৯০০ কিলোমিটার দূরের কলকাতা শহরে। সন্তোষ মিত্র স্কোয়ারে (Santosh Mitra Square) সেই রামমন্দিরের আদলে প্যান্ডেল দেখতে শুরু থেকে শেষ, উৎসবের প্রতিটি দিনই থিকথিকে কালো মাথার ভিড়। পুজোর পুরোধা বিজেপি নেতা সজল ঘোষ। খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যে এসে এই পুজোর উদ্বোধন করেছেন।


কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান থেকে শুরু করে বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য, বিজেপি সভাপতি জেপি নাড্ডা। বিজেপির (BJP) একের পর এক কেন্দ্রীয় নেতা ধারাবাহিক ভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোয় এসেছেন। উদ্বোধনের পর থেকে প্রতিদিনই সাধারণ দর্শনার্থীদের ভিড় উপচে পড়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোমণ্ডপে।


নবমীতে মেঘ-বৃষ্টির মধ্যেও সেই ভিড় পাতলা হয়নি এতটুকু। রাজনৈতিক বিতর্ক যাই থাক না কেন, রামমন্দির দেখতে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোমণ্ডপে ভিড় হচ্ছে দারুণ। সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর লাইনে এই রাম-উন্মাদনা কিছুটা হলেও কি স্বস্তির খোলা হাওয়া পৌঁছে দেবে বঙ্গ বিজেপির সদর দফতরে ? 


রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, রাম ভারত, ভারতই রাম। এটাই অন্তঃসলিলা ফল্গুধারা। আজ একটা স্পর্শ পেয়েছে, সবাই চলে এসেছে। আসলে এইটা ভারতবর্ষ। এটাই পশ্চিমবঙ্গ। পাল্টা রাজ্যের পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের কথায়, রাম কারোর পেটেন্ট নেওয়া নেই। অনেক রামভক্ত বিজেপিকে ভোট দেয় না।


আরও পড়ুন- সন্তোষ মিত্র স্কোয়ারের ভিড়ই বলে দেয় রাম আছেন আমাদের অন্তরে, মন্তব্য বিজেপি নেতা শমীক ভট্টাচার্যর