রঞ্জিত সাউ, কলকাতা: দুর্গাপুজোকে (Durga Pujo) হেরিটেজ (Heritage) তকমা দেওয়ায় ইউনেস্কোকে (UNESCO) ধন্যবাদ জানিয়ে আজ কলকাতায় (Kolkata) পদযাত্রা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতে, কলকাতায় বর্ণাঢ্য পদযাত্রায় অংশ নেবেন ইউনেস্কোর প্রতিনিধিরাও। এ প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh) সুর চড়ালেন এদিন।
শোভাযাত্রা এদিন দিলীপ ঘোষ বলেন, "কাজকর্মের কথা বলবেন না। সরকারি টাকায় ফূর্তি করুন। পুজো ঈদে ছুটি বাড়িয়ে দেওয়া হয়েছে। ধার দেনা করে টানা আনন্দ করুন। চাকরি বাকরি চাইবেন না। লেখাপড়া উঠে গেছে। মূর্খদের রাজ্য তৈরি হচ্ছে। বোম্বাগড়ের রাজার মতো। এটাই ওনার রেসিপি। লুঠ হচ্ছে, দুর্নীতি হচ্ছে। এসব ভুলে থাকুন। এটাই ওঁর রাজনৈতিক কৌশল।"
পাশাপাশি এদিন মমতার সম্পত্তির খতিয়ান নিয়েও প্রশ্ন তোলেন দিলীপ। তিনি বলেন, "সম্পত্তির ওপর বুলডোজার চালানোর কথা বলা হচ্ছে। উনি একবার চালিয়ে দেখান না। ওঁর উপর আঙুল উঠছে কেন? আত্মীয় স্বজন বাড়ির লোক কোটি কোটি টাকা নিয়ে বসে আছে। সবাই কামিয়ে নিয়েছে। মানুষ হাহাকার করছে। গ্রামে যারা কাজ দেবে বলে টাকা নিয়েছিল, তাদের ধরে লোক পেটাচ্ছে। এটাই কি আমাদের ভবিষ্যত হওয়ার কথা ছিল? রাজ্যের বাইরে গেলে লোক প্রশ্ন করে। কী উত্তর দেব আমরা?"
আরও পড়ুন, ইউনেসকোকে ধন্যবাদ জানিয়ে আজ মমতার পদযাত্রা, গাড়ির রুটবদল শহরে
এদিন দিলীপ কটাক্ষ করতে ছাড়েননি অনুব্রতকে নিয়েও। তিনি বলেন, "সবে ১৬২টি। আরও আছে। যাকে তাকে ধমকে উনি এগুল বাগিয়ে নিয়েছেন। সবে শুরু হয়েছে। দেখুন আরও জানা যাবে।" প্রসঙ্গে, গরুপাচার মামলার তদন্তে অনুব্রত মণ্ডল, তাঁর পরিবার ও ঘনিষ্ঠদের নামে ১৬২টি রেজিস্টার্ড সম্পত্তি ইতিমধ্যেই চিহ্নিত করেছে কেন্দ্রীয় এজেন্সি। সিবিআই সূত্রে দাবি, গতকাল অনুব্রতর হিসাবরক্ষক ও চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট মণীশ কোঠারির বোলপুরের বাড়িতে তল্লাশিতে মিলেছে বেশ কিছু সম্পত্তির নথি। বেনামে কেনা এই সম্পত্তি আসলে অনুব্রতর কি না, সেগুলি গরুপাচারের টাকায় কেনা হয়েছিল কি না, সেটাই আপাতত সিবিআইয়ের নজরে।