দুবাই: এশিয়া কাপ ভারতে (India)র সঙ্গে ম্যাচকে স্মরণীয় করে রাখলেন হংকংয়ের (Hongkong) হয়ে খেলা ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার (Cricketer)। ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেটে হারতে হয়েছে। তবে প্রেম নিবেদনে দমানো যায়নি কিঞ্চিৎ শাহকে (Kinchit Shah)। ম্যাচের পর গ্যালারিতে হাঁটু গেড়ে বসে বান্ধবীকে প্রোপোজ সেরেই ফেলেন এই ক্রিকেটার। হংকংয়ের তারকা অল-রাউন্ডার ক্রিকেটার বান্ধবীকে পরিয়ে দেন আংটিও। যা নজর কেড়ে নেয় গোটা বিশ্বের।                                                             


ক্রিকেটারের এই প্রস্তাব অবশ্য সানন্দে গ্রহণ করেছেন তাঁর বান্ধবীও। হ্যাঁ বলতে দেরি করেননি তিনিও। এরপর আংটি পরিয়ে দিতেই মাঠের ধারে উপস্থিত হংকংয়ের ক্রিকেটাররা করতালি দিয়ে অভিনন্দন জানান যুগলকে। কিঞ্চিতের জন্ম মুম্বইতে হলেও তিন মাস বয়সে তাঁর পরিবার তাঁকে নিয়ে হংকংয়ে পাড়ি দেন। বাবার হিরের ব্যবসা। কোটিপতি ব্যবসায়ী পরিবারের ছেলের এমন অবাক করা কাণ্ড দেখে খুশিতে মজেছে তাঁর অনুরাগীরাও।  






তবে এমন ঘটনা ক্রিকেট ইতিহাসে নতুন নয়। ২০২১ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের দীপক চাহারকে দেখা গিয়েছিল তাঁর প্রেমিকা জয়া ভরদ্বাজকে প্রেম নিবেদন করতে।                                           


আরও পড়ুন, বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে এই রেকর্ড গড়লেন রোহিত


বুধবার হং কংকে ৪০ রানে হারাল ভারত। প্রথমে ব্যাট করে ভারত তুলেছিল ১৯২/২। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় হং কং। এরপর তিন নম্বরে নেমে লড়াই চালিয়েছিলেন বাবর হায়াত। ৩৫ বলে ৪১ রান করেন তিনি। চার নম্বরে নেমে ২৮ বলে ৩০ রান করেন কিঞ্চিৎ শাহ। তবে হং কংয়ের বাকি ব্যাটাররা কেউই রান পাননি। শেষ দিকে জিশান আলি ১৭ বলে অপরাজিত ২৬ রান ও স্কট ম্যাকেশনি ৮ বলে অপরাজিত ১৬ রান করলেও,  শেষ পর্যন্ত ২০ ওভারে ১৫২/৫ স্কোরে আটকে যায় হং কং। ভারত ৪০ রানে ম্যাচ জেতে। একপেশে ভাবেই। ভারতীয় বোলারদের মধ্যে একটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিংহ, রবীন্দ্র জাডেজা ও আবেশ খান। বিরাট কোহলি এক ওভার হাত ঘুরিয়ে ৬ রান দিলেও কোনও উইকেট পাননি।