দুর্গাপুজো আর মাত্র কয়েক সপ্তাহ বাকি।
এদিকে মেঘ কাটার নাম নেই। রোজই আকাশ কখনো ঝমঝম । কাশের বনের সীমানা ধরে কবে বাজবে আলোর বেনু? আবহাওয়া দফতর এর মধ্যেই দিল পুজোর আবহাওয়ার খবর।
পুজোয় বৃষ্টি?
আপাতত বৃষ্টি থামার কোনও খবর দিচ্ছে না আবহাওয়া অফিস। একে এবার পুজো সেপ্টেম্বরে। তার উপর ঘূর্ণাবর্তের ঘনঘটা । এবার মহালয়ার আগে, বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।।
আবহাওয়ার পূর্বাভাস, বঙ্গোপসাগরে র উপর একটি ঘূর্ণাবর্ত তৈরির আশঙ্কা রয়েছে। তার জেরে পুজোর আগের দিনগুলোতে বৃষ্টি বাড়তে পারে। বৃষ্টি চলতে পারে পুজোতেও।। আবহাওয়া দফতরের কর্মকর্তারা জানিয়েছেন , উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সঞ্চালন তৈরি হয়েছে, শীঘ্রই আরও একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। এই নিম্নচাপ অঞ্চল জলীয়বাষ্পে ভরা বাতাস টেনে আনতে পারে।
এর জেরে উত্তরবঙ্গের কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে। অনুমমান আবহাওয়া দফতরের আধিকারিকের।
দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা ষষ্ঠী , ২৮ সেপ্টেম্বর তারিখে। , তবে মহালয়া (২১ সেপ্টেম্বর) থেকে উৎসবের আমেজ শুরু হয়ে যাবে। এই সময়টা আবহাওয়া নিরাশ করতে পারে মানুষকে।
আজ ও কাল কলকাতার আবহাওয়া
বৃহস্পতি ও শুক্রবার মূলত মেঘলা ও আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ বঙ্গের অধিকাংশ জেলাতে। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও সোমবার ফের বৃষ্টির পরিমাণ বাড়বে।
কলকাতার আবহাওয়া
কলকাতায় মূলত মেঘলা আকাশ এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে । বৃষ্টি হলে সাময়িক স্বস্তি আসবে যদিও। না হলেই অস্বস্তি আরো বাড়বে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। কাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা থাকবে শহরে। উইক এন্ডে বৃষ্টি কমবে , তবে আর্দ্রতাজনিত অস্বস্তি অনেকটাই বাড়বে।
কোথায় কেমন বৃষ্টি
এই মরসুমে বর্ষায় বৃষ্টিপাতের স্বাভাবিক পরিস্থিতি রাজ্যে। দক্ষিণবঙ্গে সামগ্রিকভাবে ১৭ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। স্বাভাবিকের তুলনায় ১৫ শতাংশ কম বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। কলকাতায় স্বাভাবিক এর তুলনায় ১৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর ।।