মনোজ বন্দ্যোপাধ্যায় ও কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: প্রতিবছরের মতো চলতি বছরেরও ভারী বর্ষণে প্লাবিত হয় রাজ্যের একাধিক জেলা। এদিকে এহেন পরিস্থিতির মাঝেই জল ছাড়ে ডিভিসি। এরপরেই কেন্দ্রের বিরুদ্ধে ম্যান মেড বন্যার অভিযোগ এনেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে গতকয়েক দিন ধরে নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলার জেরে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। প্রভাব পড়েছে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও। জমা জলের চাপও বেড়েছে। আর এরই মাঝে ফের ব্যারেজ থেকে জল ছাড়া হয়েছে । এহেন সময়ে তাহলে কি ফের সিঁদুরে মেঘ জেলায় জেলায়? মূলত দামোদর তীরবর্তী এলাকায় বর্ধমান, হুগলি, হাওড়া, বাঁকুড়া বন্যা পরিস্থিতি আশঙ্কার বার্তা জানিয়ে সতর্ক করা হয়েছে। 


 দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়া পরিমাণ বেড়ে হয়েছে ১  লক্ষ ৩১ হাজার কিউসেক। মাইথন ও পাঞ্চেত থেকে প্রায় দেড় লক্ষ কিউসেক জল ছাড়া হচ্ছে। মাইথন থেকে এক লক্ষ এবং পাঞ্চেত থেকে ৪৯,৫০০ কিউসেক জল ছাড়া হচ্ছে। সম্প্রতি ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, দুর্গাপুর ব্যারাজ থেকে প্রায় ১ লক্ষ কিউসেক জল ছেড়েছিল ডিভিসি। এরপরেই প্লাবিত হয়ে পড়ে ঘাটাল, হাওড়া, বীরভূম, কাটোয়া, বর্ধমান। আর ডিভিসি-র জল ছাড়া ঘিরেই কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে বলা হয়,  'ম্যান মেড বন্যা' !


অপরদিকে তা মেনে নেন বিজেপি নেতা শমীক থেকে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায়। কিন্তু ঘুরিয়ে শেষমেষ 'ম্যান মেড বন্যা' এর জন্য শাসকদলকেই কাঠগড়ায় তোলে এবার বিজেপির শীর্ষ নের্তৃত্ব। সেসময় সোশাল মিডিয়ায় পোস্ট করে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন,'বন্যার হলুদ সতর্কতা  সকালে তুলে নিয়েছে DVC। এবার DVC-কে দায়ী না করে নিম্ন অববাহিকায় জমা জল সরাতে কাজ করুক সরকার। অবশ্যই এটা ম্যান মেড, এক্ষেত্রে ম্যান আপনাদের বন্ধু হেমন্ত সোরেন। কেন উনি আপনার অনুমতি ছাড়া জল ছাড়ছেন?' প্রশ্ন তোলেন তিনি। 


আরও পড়ুন, RG কর-কাণ্ডে ধৃত DYFI নেতা কলতানের মামলা উঠল হাইকোর্টে, শুনানি কবে ?


এদিকে সেসময় জল স্ফীতিতে মুণ্ডেশ্বরী নদীর উপর ভেঙে পড়েছিল ৪টি বাঁশের সেতু। ব্যারাজ থেকে জল ছাড়া নিয়ে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছিল মমতার। পুরোটাই ম্যান মেড, নজর রাখতে বলেছি হেমন্তকে, জানান মুখ্যমন্ত্রী। জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছিল।এরপরেই রাজ্যের অনুরোধে তেনুঘাট থেকে জল ছাড়া কমায় ডিভিসি। ডিভিসি-র বিরুদ্ধে 'ম্যান মেড' বন্যার অভিযোগ তুলেছিলেন কুণাল ঘোষ। একই ইস্যুতে সোশাল মিডিয়ায় অভিযোগ তুলেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেছিলেন,  'গ্রীষ্মে কৃষি সেচে জল চাইলে দেয় না। ঝাড়খণ্ডে বর্ষায় জল বাড়ে, তখনই জল ছেড়ে বিপদ বাড়ায়। ডিভিসি ফের বাংলাকে বিপদে ফেলছে', অভিযোগ তৃণমূল নেতার।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।