কলকাতা: আর জি কর-কাণ্ডে আন্দোলনের জেরে গ্রেফতার কলতান দাশগুপ্তর মামলা উঠল কলকাতা হাইকোর্টে। ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে বেআইনিভাবে গ্রেফতারের অভিযোগে মামলা। মামলা গ্রহণ করলেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। সম্ভবত আগামীকাল কলতান দাশগুপ্তর গ্রেফতারি-মামলার শুনানি। 


আরজিকরের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদের ঢেউ চারিদিকে।  এহেন পরিস্থিতির মধ্য়েই সামনে আসে একটি ভাইরাল অডিও। 'জুনিয়র ডাক্তারদের উপর হামলার ষড়যন্ত্র চলছে' ! যেখানে এই বার্তা ভেসে আসে।  যদিও এই ভাইরাল অডিও -এর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। আর সেই ভাইরাল অডিও কাণ্ডেই  DYFI নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় তোপ দাগেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।


 এই ঘটনায় হালতু থেকে গ্রেফতার করা হয় সঞ্জীব দাসকে। অডিও ক্লিপ প্রকাশ করে ডাক্তারদের ধর্নামঞ্চে হামলার চক্রান্তের অভিযোগ করেন কুণাল ঘোষ। এদিকে কলতান দাশগুপ্তের গ্রেফতারিতে সুজন চক্রবর্তী একহাত নিয়েছেন শাসকদলকে। ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন তিনি। আর এরপরেই বড় প্রশ্ন তুললেন কুণাল ঘোষ। কুণাল ঘোষ বলেন, 'তৃণমূলের বিরুদ্ধে যা বলবেন, দেখাবেন, সব সত্যি! আর বিরোধীদের অডিও বেরোলে সেটা চক্রান্ত?' সোশ্যাল পোস্টে কুণালের আরও দাবি, অডিও তো ওদের শিবির থেকেই বাইরে। সুজনদারা বলুন, গলা কলতানের কিনা? সরকারকে বিপাকে ফেলতে জুনিয়র ডাক্তারদের ধর্নায় অন্তর্ঘাতমূলক হামলার চক্রান্ত। তাঁদের চক্রান্ত ফাঁস বলে রাগ।' 


 রাজ্য তৃণমূল কংগ্রেস ইনচার্জ, মিডিয়া ও আইটি সেল  দেবাংশু ভট্টাচার্য বলেন,আমি নিশ্চিত যে ১৪ তারিখ রাত্রিবেলা আর জি কর-এ যে হামলার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পিছনেও DYFI নেতাদের প্ল্যানিং ছিল, সিপিএম নেতাদের প্ল্যানিং ছিল।শুক্রবার একটি ফোনালাপ প্রকাশ্য়ে এনে বিস্ফোরক দাবি করেছেন কুণাল ঘোষ। তাঁর অভিযোগ, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারদের ধর্নাস্থলে হামলার ছক কষা হয়। সেই ঘটনায় গ্রেফতার করা হয়েছে সিপিএমের যুব সংগঠন DYFI-এর মুখপত্র 'যুবশক্তি'র সম্পাদক কলতান দাশগুপ্তকে।১৪ অগাস্ট রাতে, আর জি কর হাসপাতালে হামলার ঘটনায় DYFI-যোগ নিয়ে ফের একবার প্রশ্ন তুললেন দেবাংশু ভট্টাচার্য।


আরও পড়ুন, সঞ্জয় ছিল সিভিক ভলান্টিয়ার, হাসপাতালে কেন চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, প্রশ্ন উঠল সুপ্রিম কোর্টে


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।