মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: তিনটি হাসপাতালের বর্জ্য নিকাশি জল উপচে মেন রাস্তায় থৈ থৈ অবস্থা, মাসের পর মাস এই অবস্থা চলছে। হয়রানির শিকার পথ চলতি মানুষ। ইতিমধ্যেই ঘটে গিয়েছে একাধিক দুর্ঘটনা। বাড়তি সমস্য়া হিসেবে বাড়ছে মশা-মাছির উপদ্রব।
স্থানীয়েদের অভিযোগ, ঢাক ঢোল পিটিয়ে মিশন নির্মল বাংলার প্রচার করে পুরসভা। এখন আবার চলছে ডেঙ্গু সচেতনতার প্রচার। ওদিকে আর দুর্গাপুর মহকুমা হাসপাতালের পাশেই ভয়াবহ অবস্থা নিকাশি ব্যবস্থার।
স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, একটি বেসরকারি হাসপাতাল এবং দুটি সরকারি হাসপাতালের চিকিৎসায় ব্যবহৃত বর্জ্য নিকাশি নালার মধ্যে ফেলা হয়। সেই নোংরা উপচে পড়ছে বিধাননগরের গুরুত্বপূর্ণ রাস্তায়। করোনাকালে বাড়ছে আতঙ্ক। পুরসভার বিরুদ্ধে বাড়ছে স্থানীয়দের ক্ষোভ।
নিকাশি নালার জল দোকানের বাইরে এসে পড়ায় ক্ষতি হচ্ছে ব্যবসারও। এই অভিযোগ করেছেন ব্যবসায়ীরা। সবমিলিয়ে গুরুত্বপূর্ণ রাস্তায় জল জমার জেরে চরম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে মহকুমা হাসপাতালে রোগীর আত্মীয়-স্বজনদের। আর এ নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা।
দুর্গাপুর পুরসভার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছে বিজেপি। দ্রুত সাফাই করার আশ্বাস দিয়েছে ২৬ নম্বর ওয়ার্ডের পৌরপিতা দীপেন মাজি। পরিস্থিতি নিয়ে তিনি জানিয়েছেন 'দুয়ারে সরকার প্রকল্পর জন্য এদিকে নজর দেওয়া হয়নি এতদিন, এবার ঠিক হবে।'
কিছুদিন আগে কাটোয়াতেও প্রকাশ্যে আসে একই ছবি। হাসপাতালের বর্জ্য পদার্থে এলাকায় দূষণ ছড়াচ্ছে। বার বার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনও ফল না পেয়ে রাতে কাটোয়া মহকুমা হাসপাতালের সুপারের কার্যালয়ের সামনে বর্জ্য পদার্থ ফেলে প্রতিবাদে নামেন স্থানীয় বাসিন্দারা।
এদিন রাতেই খবর পেয়ে কাটোয়া থানার পুলিশ ঘটনাস্থলে আসে। হাসপাতালের খোলা জায়গায় বর্জ্য পদার্থ পড়ে আছে স্বীকার করে সুপারের সাফাই, ঠিকাদার সংস্থাকে জানিয়েও কোনও লাভ হয়নি।
বেশ কয়েক দিন ধরে কাটোয়া মহকুমা হাসপাতালের বায়োমেডিক্যাল কালেকশন সেন্টারে বর্জ্য পদার্থ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকার কারণে এলাকায় দূষণ ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছিল। হাসপাতাল এলাকার বাসিন্দারা দূষণের ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও, তাতে কোনও ফল হয়নি বলে দাবি করেন স্থানীয়রা।
অভিযোগ, হাসপাতালের নির্দিষ্ট করা জায়গার বাইরে পড়ে থাকা বর্জ্যগুলো কুকুরে টেনে গোটা এলাকায় ছড়িয়ে দূষিত করছে। বর্জ্যগুলির মধ্যে অস্ত্রোপচারের পর মানব শরীরের বাদ যাওয়া অঙ্গপ্রত্যঙ্গ থেকে শুরু করে রক্ত, সিরিঞ্জ-সহ ব্যবহৃত গজ-তুলো-ব্যান্ডেজ রয়েছে বলে দাবি করেন এলাকাবাসীরা।