মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: জনমানসে সচেতনতার অভাবে প্রায়শই নৃশংসতার শিকার হতে হয় তাদের। তার উপর রাস্তা পারাপার করতে গিয়ে গাড়ি নীচে চাপা পড়া, মোটরসাইকেলের ধাক্কা খাওয়া তো রয়েইছে। অবলা পথকুকুরদের (Street Dogs/Stray Dogs) বাঁচাতে তাই অভিনব উপায় বার করলেন দুর্গাপুরের (Durgapur News) যুবক। নিজের জন্মদিনে পথকুকুরদের গলায় রেডিয়ামের বেল্ট পরিয়ে দিলেন তিনি, যাতে অন্ধকারে অবলা প্রাণীগুলিকে ঠাহর করা যায়।


নিজেকে পশুপ্রেমী (Animal Lover) হিসেবেই দেখেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের বাসিন্দা পারিজাত গঙ্গোপাধ্যায়। পথকুকুরদের দুর্ঘটনা থেকে বাঁচানোর কথা বেশ কিছু দিন ধরে মাথায় ঘুরছিল তাঁর। এ বারের জন্মদিনে তাই নিজে উপহার নেওয়ার পরিবর্তে পথকুকুরদের জীবন উপহার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো রেডিয়ামের বেল্ট কিনে শুক্রবার নিজের এলাকার পথ কুকুরদের গলায় পরিয়ে দেন তিনি।


পারিজাত জানিয়েছেন, ঘন কুয়াশা থাকায় শীতকালেই বেশি কের দুর্ঘটনাগ্রস্ত (Road Accident) হয় পথকুকুররা। যথেষ্ট দৃশ্যমানতার অভাবে রাস্তায় তাদের দেখা যায় না। ফলে দুরন্ত গতিতে ছুটে আসা চারচাকা এবং মোটরসাইকেল অবলা প্রাণীগুলিকে চাপা দিয়ে বেরিয়ে যায়। রেডিয়ামের বেল্ট অন্ধকারে জ্বলজ্বল করে। তা দেখে সতর্ক হতে পারবেন চালকরা। তাই এমন সিদ্ধান্ত নেন তিনি।


আরও পড়ুন: Narendrapur News: স্মার্টফোন কেনা নিয়ে অশান্তি, ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে মেরে ফেলার ছক, পলাতক স্বামী


তবে শুধু পথকুকুরদের নিরাপত্তার কথাই ভাবেননি পারিজাত, নিজের জন্মদিনে দুর্গাপুর স্টেশনে আশ্রয় নেওয়া ভবঘুরে এবং দুঃস্থ মানুষের মধ্যে কম্বলও বিতরণ করেন তিনি। তাঁদের সঙ্গে মিলে কেক কেটে জন্মদিন পালনও করেন। তাঁর এই সাধু উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে।  


পথকুকুরদের নিরাপত্তায় (Animal Safety Awareness) আগেও এমন উদ্যোগ দেখা গিয়েছে দুর্গাপুরে। সেখানকার বিভিন্ন ক্লাবের তরফে অসুস্থ পথকুকুরদের যত্ন, কুকুরছানাদের পরিচর্য়া এবং দুর্ঘটনায় জখম পথকুকুরদের চিকিৎসার ব্যবস্থা করতে দেখা গিয়েছে। পথকুকুরদের বাড়িতে বেঁচে যাওয়া খাবার ত বটে, দোকান থেকে খাবার কিনে এনে পথকুকুরদের পেট ভরানোর নজিরও রয়েছে সেখানে। শুধু পথকুকুরই নয়, বিড়ালদের প্রতিও যত্নবান দুর্গাপুরবাসী।