রঞ্জিত সাউ, নরেন্দ্রপুর: স্মার্টফোন (Smartphone) কেনা নিয়ে অশান্তি সংসারে। তা গড়াল খুনের বরাত দেওয়া পর্যন্ত (Conspiracy of Murder)। ভাড়াটে খুনি দিয়ে স্ত্রীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। এ রাজ্যের নরেন্দ্রপুরেই (Narendrapur News) ঘটেছে এমন ঘটনা। সামান্য ঘটনা এতদূর গড়ানোয় স্বাভাবিক ভাবেই হতবাক এলাকার মানুষ। এই ঘটনায় ২ জনকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ।


দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) নরেন্দ্রপুর থানা এলাকার লস্করপুর পেয়ারাবাগানে এমন ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে আচমকা দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে স্বামী হামলা করতে এলে মহিলার চিৎকার শুনে ছুটে আসেন পাড়া প্রতিবেশিরা। তাতে স্বামী এবং এক দুষ্কৃতী ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ। কিন্তু অপর দুষ্কৃতীকে ধরে ফেলেন স্থানীয়রা। প্রথমে কেউ কিছু বুঝে উঠতে না পারলেও, পরে গোটা ঘটনার বিবরণ শুনে স্তম্ভিত এলাকার বাসিন্দারা। তাঁরাই পুলিশে খবর দেন।


আক্রান্ত ওই মহিলা জানিয়েছেন, করোনায় স্কুল বন্ধ। অনলাইনে পড়াশোনা করছে সমস্ত শিশু। কিন্তু বাডি়তে স্মার্টফোন না থাকায় পড়াশোনা থেকে বঞ্চিত হচ্ছিল তাঁর সন্তানরা। দীর্ঘ দিন ধরে বাচ্চাদের জন্য একটি স্মার্টফোন কেনার জন্য অনুনয় বিনয় করে আসছিলেন তিনি। কিন্তু সন্তানের পড়াশোনা নিয়ে কোনও গরজও দেখাননি স্বামী রাজেশ ঝা। বরং সাফ জানিয়ে দেন, কোনও স্মার্টফোন কিনবেন না তিনি।


আরও পড়ুন: Medicine Fair Price Shop: ওষুধ অমিল হাসপাতালের ন্যায্যমূল্যের দোকানে, চড়া দামে বাইরে থেকে ওষুধ ক্রয় রোগীদের


ওই মহিলার দাবি, স্বামী ফোন কিনতে অস্বীকার করায় তিনিই উপায় বার করতে নেমে পড়েন। স্বামীকে না জানিয়ে নিজের জমানো টাকা থেকে একটি স্মার্টফোন কিনে আনেন। কিন্তু কোনও ভাবে সেটি স্বামীর জানতে পেরে যান তাঁর স্বামী। সেই নিয়ে সংসারি চরমে ওঠে অশান্তি। তার মধ্যেই শুক্রবার রাতে দুষ্কৃতীদের নিয়ে বাড়িতে ঢুকে অভিযুক্ত স্বামী তাঁকে মেরে ফেলার চেষ্টা করেন বলে দাবি আক্রান্ত মহিলার।তিনি জানিয়েছেন, ঘরে ঢুকে প্রথমে এক জন তাঁর মুখ চেপে ধরেন। অন্য জন গলার নলি কাটার চেষ্টা করেন ধারাল অস্ত্র দিয়ে। চিৎকারে পাড়া প্রতিবেশিরা এসে যাওয়াতেই রক্ষা পেয়েছেন তিনি।


নরেন্দ্রপুর থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। গ্রামবাসীদের হাতে আটক ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনও পর্যন্ত যে তথ্য উঠে এসেছে, তা থেকে জানা গিয়েছে যে, বারণ করা সত্ত্বেও, তাঁকে না জানিয়ে স্মার্টফোন কিনে নেওয়ায় স্ত্রীর উপর ক্ষুব্ধ ছিলেন অভিযুক্ত ব্যক্তি। কোথা থেকে টাকা এল, তা নিয়ে সন্দেহও ছিল তাঁর মনে। তাতেই স্ত্রীকে খুন করতে ভাড়াটে খুনি নিয়োগ করেছিলেন তিনি। কিন্তু লোকজন জেনে ফেলায় ঘটনাস্থল থেকে পালিয়ে বাঁচেন। অভিযুক্ত ওই ব্যক্তি এবং পলাতক দুষ্কৃতীকর নাগাল পাওয়ার চেষ্টা করছে পুলিশ। এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।