মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : সেপ্টেম্বরে মেয়াদ ফুরোচ্ছে তৃণমূল (TMC) পরিচালিত দুর্গাপুর পুরসভার (Durgapur Municipality)। তার আগে, পুরসভার তরফে আয়োজন করা হয় মিলন উত্‍সবের। এনিয়ে কটাক্ষ করে বিরোধীরা বলছে, মিলন উৎসব নয়, এটা বিদায় উৎসব। যদিও অবসাদ থেকেই এই কথা বলে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল।


দুর্গাপুর পুরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা মৃগেন পাল বলেন, যদি বিন্দুমাত্র কিছু করে থাকি, তবে তার বিচার সঠিক সময়ে আপনারা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সিম্বলে ভোট দিয়ে।


মিলন উত্‍সবের আয়োজন-


সেপ্টেম্বরেই মেয়াদ শেষ হয়ে যাচ্ছে দুর্গাপুর পুরসভার। কিছুদিন পরই ভোট হওয়ার কথা। তার আগে, পুরসভার ৫ বছর পূর্তি উপলক্ষ্যে, শনিবার আয়োজন করা হয় মিলন উত্‍সবের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরসভার প্রাক্তন ও বর্তমান মেয়র থেকে দুর্গাপরের কমিশনার, আসানসোল-দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটির ভাইস চেয়ারম্যান, পাণ্ডবেশ্বরের বিধায়ক এবং জেলা প্রশাসনের একাধিক আধিকারিক।


সেই অনুষ্ঠান থেকেই সরাসরি, ভোটের প্রচার শুরু করে দিলেন তৃণমূল নেতা তথা দুর্গাপুর পুরসভার বর্তমান চেয়ারম্যান। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, মিলন উৎসব নয়, ওটা বিদায় উৎসব।


আরও পড়ুন ; চাহিদা ১০ লক্ষ গ্যালনের, জোগান ৪ লক্ষের ! দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ডে পানীয় জলের তীব্র সঙ্কট


অন্যদিকে, সিপিএমের পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, গত পাঁচ বছরে সেরকম কিছুই কাজ করেনি দুর্গাপুর পুরসভা।


বিরোধীদের এই সমালোচনার মুখে পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। তৃণমূল নেতা মৃগেন পাল বলেন, মানুষের ধারে কাছে পৌঁছতে পারছে না। হতাশায় ভুগে এসব করছে ওরা। 


সব মিলিয়ে মেয়াদ শেষের মুখে, দুর্গাপুর পুরসভার আসন্ন ভোট নিয়ে চড়ছে রাজনীতির পারদ!


প্রসঙ্গত, সম্প্রতি বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে তৃণমূল ছাত্র পরিষদের পার্টি অফিস তৈরিকে কেন্দ্র করে সংঘর্ষ বাধে। বোমাবাজিও হয়। পাণ্ডবেশ্বরের ফড়ফড়ি গ্রামে টিএমসিপি ও তৃণমূলের সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন জখম হন। এ’নিয়ে তুঙ্গে ওঠে রাজনৈতিক তরজা। দু’পক্ষের সাত জনকে গ্রেফতার করে পুলিশ।


আগামী বছর পঞ্চায়েত ভোট। তার আগে বন্ধ স্বাস্থ্য কেন্দ্রে, পার্টি অফিস তৈরি নিয়ে, তৃণমূল বনাম তৃণমূল ছাত্র পরিষদ দ্বন্দ্ব ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা।