মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ঠিক যেন সিনেমা (Cinema)। রবিবার ভোরের আলো ফোটার আগেই গামছা দিয়ে লম্বা দড়ি তৈরি করে সংশোধনাগার (Correctional Home) থেকে পালিয়েছিলেন তিন বন্দি। যদিও শেষরক্ষা হয়নি। তল্লাশির পরই ফের পুলিশের (Police) জালে ১ বন্দি। যদিও বাকি দুইয়ের খোঁজে এখনও তল্লাশি চলছে। 


কী জানা গিয়েছে? 


দুর্গাপুর মহকুমা উপ সংশোধনাগারের ঘটনা। জেল সূত্রে খবর, গতকাল বিকেলে কয়েদিদের গোনার সময় দেখা যায়, খুন, খুনের চেষ্টা ও পেট্রোল পাম্পে ডাকাতির ঘটনায় অভিযুক্ত তিন বিচারাধীন বন্দি উধাও। জেল সূত্রে খবর, একাধিক গামছা দিয়ে লম্বা দড়ি তৈরি করে পাঁচিল টপকে পালায় ৩ বন্দি।                     


এদিকে, আজ ভোরে কাঁকসার মলানদিঘির জঙ্গল থেকে ডাকাতিতে অভিযুক্ত বন্দিকে ফের গ্রেফতার করে পুলিশ। বাকি ২ বন্দির খোঁজ চলছে। জেলে নিরাপত্তার অভাব রয়েছে বলে স্বীকার করেছে কারা কর্তৃপক্ষ। ৭ বছর আগে দুর্গাপুরের এই জেল থেকেই পালিয়েছিল ৫ বন্দি। 


আরও পড়ুন, "এদিক-সেদিক ছড়িয়ে আছে আমার বান্ধবীরা,ভয় লাগে", পার্থর গ্রেফতারি নিয়ে মন্তব্য চিরঞ্জিতের


 
রবিবার দুপুরে সুযোগ বুঝে দুর্গাপুর মহকুমার উপ সংশোধনাগারের পাঁচিল টপকে পালায় অন্ডালের পেট্রোল পাম্পে ডাকাতিকাণ্ডের আসামি ভুবন নিয়োগী, খুনে দোষী মহম্মদ শাহাবুদ্দিন এবং নেপাল মিদ্যা। এই ঘটনার পরই তদন্ত শুরু করে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।                                                                


এই ঘটনা প্রসঙ্গে ডিআইজি শুভব্রত চট্টোপাধ্যায় বলেন, "এই ঘটনায় নিশ্চয়ই কিছু খামতি রয়েছে। জেলের নিরাপত্তা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। সুরক্ষা বাড়াতে আরও অনেক লোকবল এবং গ্যাজেটস এর প্রয়োজন। এই বিষয়টি আমরা জানাব উপরমহলে। এখানে সিসিটিভিও নেই। তবে গোটা ঘটনাটি নিয়ে শো-কজ করা হয়েছে। উত্তর পাওয়া গেলে সেই মোতাবেক তদন্ত হবে।"