ত্রিনিদাদ: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে ভারতীয় দল। তবে গতকাল মাঠে দীপক হুডার(Deepak Hooda) জার্সি দেখে সবাই অবাক হয়ে গিয়েছিল। মাঠে নামা হুডার জার্সির পেছনে লেখা প্রসিদ্ধ কৃষ্ণ (Prasiddha Krishna)। তরুণ পেসারের ২৪ নম্বর নামাঙ্কিত জার্সি পড়েই মাঠে নেমেছিলেন হুডা। কিন্তু কেন?


প্রসিদ্ধর জার্সি পরে মাঠে হুডা


প্রথম ম্যাচে খেললেও দ্বিতীয় ম্যাচে একাদশ থেকে বাদ পড়েছিলেন প্রসিদ্ধ কৃষ্ণ। তাঁর ২৪ নম্বর নামাঙ্কিত জার্সি পড়েই মাঠে নেমেছিলেন হুডা। এই বিষয় যদিও টিম ম্য়ানেজমেন্টের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। যদিও সোশাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই সবাই ক্রুণাল পাণ্ড্যর জার্সির জাতীয় দলে খেলার সময় ছবিকে টেনে এনেছেন। আসলে ক্রুণাল জাতীয় দলের জার্সিতে ২৪ নম্বর জার্সি পড়েন। আর দীপক হুডার সঙ্গে ক্রুণালের অম্লমধুর সম্পর্কের বিষয় সবার জানা। ২০২১ সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে খেলার সময় ঝামেলায় জড়ান হুডা ও ক্রুণালের। যদিও পরবর্তীতে ২ জনেই লখনউ সুপারজায়ান্টসের হয়ে খেলছেন আইপিএলে একই দলে। এর আগে একবার সুরেশ রায়নার জার্সি পড়ে খেলতে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যেই ছবিও ভাইরাল হয়েছে।