মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: হাসপাতাল থেকে নিখোঁজ রোগী (Patient Missing)। যা নিয়ে চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। ঘটনায় নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। সিসিটিভি লাগানো থাকলেও তা কাজ করে না বলে আভিযোগ নিখোঁজের পরিবারের।
হাসপাতাল থেকে নিখোঁজ রোগী: পরিবার সূত্রে খবর, চলতি মাসের ১৭ তারিখ নেপাল থেকে দুর্গাপুরে রঘুনাথপুরে দিদির বাড়িতে আসেন শের ওম বাহাদুর। বছর চল্লিশের ওই ব্যক্তি অসুস্থ থাকায় ১৮ তারিখ দুর্গাপুর মহকুমা হাসপাতলে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা চলছিল। সঙ্গে হাসপাতালে ছিলেন জামাইবাবু রাম শ্রেষ্ঠা। ১৯ তারিখ হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ারও কথা ছিল। জামাইবাবু বেলা দশটার সময় হাসপাতাল থেকে একবার বাইরে গিয়েছিলেন। ফিরে এসে দেখেন শ্যালক বেডে নেই। গোটা হাসপাতাল খোঁজাখুঁজি শুরু করেন জামাইবাবু। কোনও খোঁজ না পেয়ে চিকিৎসকদের কাছ থেকে জানতে চান কোথায় গেল শের ওম বাহাদুর। তাঁরা সিসি ক্যামেরার ফুটেজও দেখতে চান। কিন্তু কোনওভাবেই ওই ব্যক্তি খোঁজ মেলেনি।
গতকাল নিখোঁজের অভিযোগ দায়ের করা হয় দুর্গাপুরের নিউ টাউনশিপ থানায়। হাসপাতালের বাড়তি নজরদারি চালাচ্ছে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। হাসপাতালে বাড়ানো হয়েছে সিসি ক্যামেরায় নজরদারি। তারপরেও এই ধরনের ঘটনা ঘিরে উঠছে প্রশ্ন। দিদি মায়া শ্রেষ্ঠা অভিযোগ করেন, "আমার ভাইকে হাসপাতালে ভর্তি করেছিলাম চিকিৎসার জন্য। কিন্তু এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় আমরা বড়ই চিন্তিত। হাসপাতালে সিসি ক্যামেরার ফুটেজ দেখতে চেয়েছি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সিসি ক্যামেরা খারাপ। পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছি। কিন্তু কোথায় গেল আমার ভাই সেই নিয়ে ভেবে কুল পাচ্ছি না। হাসপাতালে নিরাপত্তার গাফিলতির জন্যই এই ঘটনা। দ্রুত আমার ভাইকে খোঁজার ব্যবস্থা করুক হাসপাতাল কর্তৃপক্ষ আর প্রশাসন। "দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার চিকিৎসক ধীমান মণ্ডল এই ঘটনা স্বীকার করে বলেন, "১৯ তারিখ রোগীকে ছুটি দেওয়ার কথা ছিল। কিন্তু সেই রোগী হাসপাতাল থেকে বেরিয়ে চলে গেছে। আমরাও পুলিশকে জানিয়েছি। পুলিশ তদন্ত করছে। পুলিশ চাইলে সিসি ক্যামেরা দেখে তদন্ত করুক।"
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Siliguri News: চুরির পরে চোরাই মাল মাটিতে পোঁতা, অন্য চোরের থেকে বাঁচাতে; আজব সাফাই চোরের !