সনৎ ঝা, শিলিগুড়ি: চুরি করা জিনিস অন্য চোরের হাত থেকে বাঁচানোর তাগিদ। আর তাই মাটির নিচে গর্ত করে সেই সব সামগ্রী পুঁতে রাখল চোর। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির (Siliguri) টিকিয়াপাড়াতে।


আজব সাফাই চোরের: পুলিশ সূত্রে খবর, বাড়ি ফাঁকা থাকার সুযোগকে কাজে লাগিয়ে টিকিয়াপাড়ারই একটি বাড়ি থেকে চুরি করেছিল ভিকি বাল্মিকী। কিন্তু চুরি করেও শেষ রক্ষা করতে পারল না ভিকি। নগদ টাকা, সোনা এবং রূপোর অলংকার সহ ধরা পড়ল পুলিশের হাতে। চুরি করার সেই জিনিস রেখে দেয় মাটিতে পুঁতে। কেন এমনটা করল সে? পুলিশি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, অন্য চোরের থেকে বাঁচাতে এই সিদ্ধান্ত নিতে হয়।                   


জানা গিয়েছে টিকিয়াপাড়ারই বাসিন্দা সুরজ বাঁশফোড় গত ৮ তারিখ ছট পুজোর দিন পুজোর কাজকর্ম সেরে কোচবিহার আত্মীয়র বাড়িতে গিয়েছিলেন। ১৫ তারিখ ফিরে আসেন শিলিগুড়ি। বাড়ি ফিরে এসে দেখেন বাড়ির দরজা ভাঙা সবকিছু ওলট-পালট। ভেতরে ঢুকে দেখেন খোয়া গিয়েছে সোনা, রুপোর অলঙ্কার এবং নগদ অর্থ। এরপরেই বিষয়টি নিয়ে শিলিগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের কয়েক ঘণ্টার মধ্যেই শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশের হাতে ধরা পড়ে যায় অভিযুক্ত। ভিকি বাল্মিকীকে অভিযুক্তকে টিকিয়াপাড়া থেকে গ্রেফতার করে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইংয়ের পুলিশ। ধৃতকে আদালতে পাঠানো হয় ১৬ তারিখ। তদন্তের স্বার্থে আদালতের কাছে রিমান্ড চাওয়া হয়। আদালত অভিযুক্তকে চার দিনের পুলিশ রিমান্ডে দেয়।


ধৃত ভিকি বাল্মিকীকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। চুরি হওয়া জিনিস কোথায় রয়েছে তা জানতে চান পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জানায়, বাড়ির কাছে মাটির গর্ত করে পোঁতা আছে চুরি করা সামগ্রী। পুলিশ সূত্রে খবর, কেন মাটির নিচে তা জানতে চাইলে ভিকি দাবি করে, তার অনুপস্থিতিতে যদি বাড়ি থেকে জিনিস চুরি হয়ে যায় তাই এই কাজ করেছে সে। সেই তথ্য অনুযায়ী, ভিকির বাড়ি সংলগ্ন এলাকায় মাটি খুঁড়ে পুলিশ উদ্ধার করে চুরি যাওয়া সব সামগ্রী। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Mamata Banerjee: ডিসেম্বরে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নতুন করে পাবেন কারা, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী