মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : কানে ইয়ারফোন। লুকিং গ্লাসে লাগানো হেলমেট !  মদ্যপান করতে করতে বাইক চালাচ্ছে এক যুবক !  সেই যুবককে পরলোকের টিকিট দিতে গদা উঁচিয়ে দাঁড়িয়ে স্বয়ং যমরাজ - দুর্গাপুরের গাঁধী মোড়ে ট্রাফিকের নয়া স্ট্যাচু দেখে চোখ আটকাচ্ছে সকলের। বেপরোয়া গতিতে শহরের রাজপথ থেকে অলিগলি সর্বত্র জায়গাতেই প্রাণ যায় নিরীহ মানুষদের। প্রাণ যায় চালকদেরও।  প্রশাসনের পক্ষ থেকে পথ নিরাপত্তা সপ্তাহ পালন করেও বহু মানুষের হুঁশ ফেরানো যায় না। আর তারই পরিণাম পথ দুর্ঘটনা । 


এবার দুর্ঘটনা রুখতে রাজ্যজুড়ে 'সেফ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচির অধীনে নতুন পদক্ষেপ নিল ট্রাফিক পুলিশ। পথ  দুর্ঘটনা নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে এবার নতুন প্রচার শিল্পশহর দুর্গাপুর জুড়ে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগে নয়া সচেতনতা উদ্যোগ সবার নজর কেড়েছে।  দুর্গাপুরের গান্ধী মোড়ে জাতীয় সড়কের সার্ভিস রোডে, 'গদা উঁচিয়ে মত্ত বাইক চালককে শিক্ষা দিচ্ছেন স্বয়ং যমরাজ'। এই স্ট্যাচুগুলির পাশে লেখা বাইক চালানোর সময় মদ্যপান করবেন না। হেলমেট পরে বাইক চালান। ব্যবহার করবেন না হেডফোন।


এই দুটি দুর্গাপুর ট্রাফিক গার্ডের সচেতনতার স্ট্যাচু উদ্বোধন করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক ভি.জি সতীশ পশুমূর্তি। উপস্থিত ছিলেন এসিপি ট্রাফিক থ্রি তুহিন চৌধুরী, প্রশাসক মণ্ডলীর দুই সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব সহ ট্রাফিক আধিকারিকরা।


স্ট্যাচুগুলি উদ্বোধনের পাশাপাশি বেসরকারি স্কুলের পড়ুয়াদের পদযাত্রার মাধ্যমে সচেতন করা হয়। বেপরোয়া গতিতে গাড়ি না চালিয়ে ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালিয়ে সুস্থভাবে বাড়িতে পৌঁছান, রেষারেষি করে রাস্তায় রক্ত না ঝরিয়ে মানুষের প্রাণ বাঁচাতে রক্ত দিন - এই বার্তা দিয়ে আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরের। সঙ্গে দেওয়া হয় হেলমেটও।


আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডি.সি ট্রাফিক ভি.জি সতীশ পশুমূর্তি বলেন, "জাতীয় সড়ক সুরক্ষা কর্মসূচি চলছে। সমস্ত চালকদের এবং সাধারণ মানুষদের ট্রাফিক বিধি  সম্পর্কে সচেতন করা হচ্ছে। পড়ুয়াদের নিয়ে পদযাত্রা হচ্ছে। করা হচ্ছে পথনাটিকা। কোথাও কোথাও স্টাচুর মাধ্যমেও সচেতনতার বার্তা দেওয়া হচ্ছে। এই সচেতনতার জেরে বিগত কয়েক বছরের তুলনায় কমেছে পথ দুর্ঘটনায় মৃত্যুর হার।"  


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y  


আরও পড়ুন :                    


২২ জানুয়ারিই ঘরে চায় 'রাম', সিজারের হিড়িক অযোধ্যা-সহ উত্তরপ্রদেশের বহু বেসরকারি হাসপাতালে