মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর (পশ্চিম বর্ধমান): বিজেপি করায় মহিলাকে, ভ্যাকসিনের লাইন থেকে বের করা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। মহিলার পরিবারের দাবি, অপমানে আত্মহত্যার চেষ্টা করেন বিজেপি কর্মী। দুর্গাপুরের এই ঘটনায় তৃণমূলকে তীব্র আক্রমণ করেছেন দিলীপ ঘোষ। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর।


ভ্যাকসিন নিয়ে তৃণমূলের বিরুদ্ধে আমরা-ওরার অভিযোগে সরব হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে গত বৃহস্পতিবার দুর্গাপুরের এক বিজেপি কর্মীকে ভ্যাকসিনের লাইন থেকে, ঘাড় ধাক্কা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে।


পরিবারের দাবি, অপমানিত হয়ে শুক্রবার দুর্গাপুর ব্যারাজ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই বিজেপি কর্মী ঝর্ণা দাস। আশঙ্কাজনক তাঁকে, একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে পুলিশ।  সোমবার আহতের সঙ্গে দেখা করে, তৃণমূলকে নিশানা করেন দিলীপ ঘোষ। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘অপমানিত হয়ে সুইসাইড করতে গেছেন, তার অপরাধ বিজেপি করেন।’


আহত বিজেপি কর্মী ঝর্ণা দাসের স্বামী বলেন, ‘আমরা বিজেপি করি, তার জন্য এত আক্রোশ, তার জন্য ভ্যাকসিন নিতে দেয়নি।’


এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে পাল্টা ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে তৃণমূল। এদিন, কোকওভেন থানার সামনে চলে বিক্ষোভ। যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর।


দুর্গাপুর, ৪২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রিয়াঙ্কা পাঁজা বলেন, ‘সবার হাতে হাতে মোবাইল সবাই তো ফটো তুলবে, আমাকে তো আটকানোর চেষ্টা করবে, কারও কোনও প্রতিক্রিয়া ছিল না কেন, আমি কি মিস্টার ইন্ডিয়া যে অদৃশ্যভাবে করে দেব, এলাকাবাসী আমার সঙ্গে আছে।’ বিজেপি কর্মীকে হেনস্থার অভিযোগে, কোকওভেন থানায় তৃণমূল কাউন্সিলর-সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।


গতকালই দক্ষিণ ২৪ পরগনায় পোশাক ফতোয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল ভ্যাকসিনেশন ক্যাম্পেও । তৃণমূল পরিচালিত রাজপুর-সোনারপুর অফিসেই তৈরি হয়েছে টিকাকরণ কেন্দ্র। নির্দেশিকায় লেখা অফিস চত্বরে হাফ প্যান্ট পরে ঢোকা নিষেধ। শুক্রবার মাকে নিয়ে টিকা দিতে যান সোনারপুরের বাসিন্দা এক যুবক। অভিযোগ, হাফপ্যান্ট পরে থাকায় তাকে ফিরিয়ে দেওয়া হয় । কারণ জিজ্ঞাসা করায়, কটুক্তিও করা হয়  তাকে। আর এনিয়েই তৈরি হয়েছে রাজনৈতিক তরজা ।