নয়াদিল্লি: আজ ৬ সেপ্টেম্বর থেকে অনলাইনে পাওয়া যাবে NEET PG 2021 admit card। হল টিকিট ডাউনলোড করতে natboard.edu.in-এ যেতে হবে পরীক্ষার্থীদের। এই ঘোষণা করেছে ন্যাশনাল বোর্ড অফ এক্জামিনেশনস(NBE)। কীভাবে ডাউনলোড করবেন এই কার্ড ?


NEET PG 2021 admit card: Know how to download
প্রথমে বোর্ডের অফিশিয়াল ওয়েবসাইট natboard.edu.in-এ যান।
এখানে NEET PG 2021 admit card লিঙ্কে ক্লিক করুন।
এবার রেজিস্ট্রেশনের বিষয়ে এখানে বিস্তারিত পূরণ করুন।
বিবরণ লেখা হয়ে গেলে সাবমিট অবশনে তা জমা দিন।
এবার স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখতে পাবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে তা নিজের কাছে রাখুন।
ডাউনলোড হওয়ার পর তার একটা প্রিন্টআউট বের করে নিন।


পরীক্ষার্থীদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে পরীক্ষা কেন্দ্রে ফেসশিল্ড, মাস্ক ছাড়াও স্যানিটাইজারের স্যাসে দেওয়া হবে। NBEMS সব সময় পরীক্ষার্থীদের সংক্রমণ রুখতে কোভিড প্রোটোকল মানার পরামর্শ দিয়ে থাকেন। আগে গত ১৮ এপ্রিল NEET PG 2021 হওয়ার কথা ছিল। যদিও সেই তারিখ পরিবর্তন করে আগামী ১১ সেপ্টেম্বর পরীক্ষা হতে চলেছে। NEET UG 2021-এর পরীক্ষা হবে আগামী ১২ সেপ্টেম্বর। এই পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে আগামী ৯ সেপ্টেম্বর।


এদিকে সোমবারই NEET UG 2021-এর পরীক্ষা স্থগিত রাখার আবেদন খারিজ করেছে সুপ্রিম কোর্ট। অতীতে এই পরীক্ষা পিছিয়ে দেওয়া দাবি তোলে National Students’ Union of India (NSUI)। NSUI-এর দাবি, National Eligibility cum Entrance Test-এর মাঝেই বেশকিছু গুরুত্বপূর্ণ পরীক্ষার দিন পড়েছে। যা ছাত্রছাত্রীদের পরীক্ষায় মনোনিবেশে সমস্যার সৃষ্টি করবে। তাই এবারের মতো পিছিয়ে দেওয়া হোক NEET UG 2021-এর পরীক্ষা।যদিও এই প্রসঙ্গে NTA-এর 
ডিজি বীনিত জোশি বলেন, ''NEET পরীক্ষার সঙ্গে CBSE বোর্ড পরীক্ষার দিনের কোনও সংঘাত ঘটছে না। তাই আগের ঘোষণা অনুযায়ী ১২ সেপ্টেম্বর পরীক্ষা হবে।''


Education Loan Information:

Calculate Education Loan EMI