উত্তর ২৪ পরগনা: দত্তপুকুরকাণ্ডে রাজ্যপালকে পাল্টা আক্রমণ করলেন এবার কুণাল ঘোষ। মূলত এগরা, বজবজের ঘটনার পরও কেন শিক্ষা নেয়নি প্রশাসন? কেন এখনও রাজ্যে রমরমিয়ে চলছে অবৈধ বাজি কারবার? কেন থামছে না মৃত্যুমিছিল? রবিবার দত্তপুকুরের ভয়াবহ বিস্ফোরণের পর, যখন এই প্রশ্নগুলি ফের বিস্ফোরিত হল, তখনই এদিন ঘটনাস্থলে গিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তাঁর দাবি, 'এই ঘটনা নিছক দুর্ঘটনা নয়।' এরপরেই 'শকুনের রাজনীতি করছেন', রাজ্যপালকে পাল্টা আক্রমণ করলেন কুণাল ঘোষ।
এভাবে আক্রমণ প্রথমবার নয়, রাজ্যপালকে এর আগেও একাধিকবার তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। মূলত পঞ্চায়েত ভোটের ইস্যুতে, জুনের শুরুতে কুণাল ঘোষ বলেছিলেন, 'রাজ্যপাল সম্পূর্ণভাবে রাজধর্ম পালন থেকে বিচ্যুত হয়েছেন। তিনি বিজেপির দলদাসে পরিণত হয়েছেন।' অগাস্টের শুরুতেও শাসকশিবিরের শীর্ষ নের্তৃত্বের তরফে বাক্যবাণ এসেছে রাজ্যপালের দিকেই। রাজভবন থেকে সমান্তরাল সরকার চালানোর চেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপাল সিভি আনন্দ বোস বিজেপি-র (BJP) 'দালালি' করছেন বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ।
তবে 'শকুনের রাজনীতি..' বলে সিগনেচার টোনে এর আগেও খোঁচা দিয়েছেন কুণাল ঘোষ। প্রেক্ষাপট আলাদা হলেও, এই কথা বিরোধীদের তোপ দাগতে গিয়ে, আরও একাধিকবার ভিন্ন বিষয়েও এই কথা বলতে শোনা গিয়েছে কুণালকে।মোমিনপুরকাণ্ডেও গতবছর তাঁকে বলতে শোনা গিয়েছিল 'মানসিকভাবে হতাশাগ্রস্থ বিজেপি, শকুনের রাজনীতি করছে।'
অপরদিকে, ঘটনাস্থলে গিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচীও। একই সঙ্গে এই বিস্ফোরণকাণ্ডে NIA তদন্তের দাবি তুলেছে কংগ্রেস ও বিজেপি। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী বলেন, শুধু বাজি, ফুলঝুড়ি, রংমশলার জন্য এই সেটআপ লাগে না। এত মেশিং, ওখানে কেমিক্যাল ল্যাব রয়েছে। এখানে ক্রুড বম্ব, যেটাকে পেটো বলে জানি, সেটা থেকে শুরু করে RDX তৈরি হয় কি না সন্দেহ হচ্ছে এলাকাবাসীর। NIA তদন্ত ছাড়া এর সত্যতা জানা সম্ভব নয়। এদিন ঘটনাস্থলে গিয়েছিল বিজেপির প্রতিনিধি দলও।
আরও পড়ুন, দত্তপুকুরকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল ৯, পানা পুকুর থেকে মিলল মুণ্ডহীন দেহ
সূত্রের খবর, তারা রিপোর্ট দেওয়ার পর, NIA তদন্তের দাবি জানিয়ে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন,'এই বিস্ফোরণের তীব্রতা। কোন শব্দবাজি তৈরিতে স্টোনচিপ লাগে? লুকিয়ে বোমা তৈরি হত। এটা পুলিশ দিয়ে তদন্ত করালে হবে না। NIA দিয়ে তদন্ত হলেই প্রকৃত সত্য বেরিয়ে আসবে।'