কলকাতা: বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, আরও জল ছাড়ল DVC. শুক্রবারের তুলনায় শনিবার দুর্গাপুর ব্যারাজ থেকে বাড়তি ৮ হাজার কিউসেক হারে জল ছাড়া হচ্ছে। পুজো শেষেও কাটছে না দুর্যোগ। DVC-র ছাড়া জলে রাজ্যের ৫ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। মাইথন, পাঞ্চেত, দুর্গাপুর ব্যারাজ নিম্নচাপ সরেছে ঝাড়খণ্ডে। দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা কমেছে। কিন্তু DVC-র ছাড়া জল চিন্তা বাড়াচ্ছে দামোদরের নিম্ন অববাহিকার বাসিন্দাদের। রাজ্যের ৫ জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। নিম্নচাপের জেরে বিহার ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি হচ্ছে।এই পরিস্থিতিতে ফের জল ছাড়ল DVC.

Continues below advertisement

আরও পড়ুন, সাগরে ঘনাচ্ছে সাইক্লোন 'শক্তি', চূড়ান্ত সতর্কতা, সাবধান থাকতে হবে কোন কোন রাজ্যকে ?

Continues below advertisement

  শনিবার সকাল ৮টায় মাইথন জলাধার থেকে ৩২ হাজার ৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩৭ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়।শুক্রবারের তুলনায় শনিবার বাড়তি ৮ হাজার কিউসেক হারে জল ছাড়ে দুর্গাপুর ব্যারাজ। ৬৫ হাজার থেকে বাড়িয়ে ৭৩ হাজার ৬৭৫ কিউসেক হারে জল ছাড়া হয়।মাইথন ও পাঞ্চেত জলাধার এবং দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া জলে দামোদর তীরবর্তী জেলাগুলিতে ফের বানভাসি পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।  এর মধ্যে রয়েছে,পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া ও বাঁকুড়ার একাংশ। বাঁকুড়ার সোনামুখীতে ইতিমধ্যেই দামোদরের জল বাড়তে শুরু করেছে। আরও জল ছাড়া হলে, এলাকা প্লাবিত হয়ে, জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। বাঁকুড়া সোনামুখী কৃষক পরেশ বিশ্বাস বলেন, নদীর জল বাড়ছে সকালে আবার জল ছেড়েছে কী হবে জানি না+++ধান মাঠে শুয়ে পড়েছে...সবজি সব নষ্ট হয়ে যাবে সবে পুজোটা পেরোল লক্ষ্মীপুজো সামনে আমাদের খুবই দুরবস্থা হয়ে যাবে। হুগলির খানাকুল থেকে হাওড়ার উদয়নারায়ণপুরের বাসিন্দাদের মনেও আশঙ্কার মেঘ। আরামবাগের বাসিন্দা বলেন, পুজোর আগে ক্ষতি....পুজোর পরেও ক্ষতির আশঙ্কা...এমন বক্তব্য পাঠাবে। শুক্রবার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন,এই বেপরোয়া পদক্ষেপ, উৎসবের সময়ে মানুষকে দুঃখ-যন্ত্রণার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এরপরই মুখ্যমন্ত্রীর দাবি উড়িয়ে, কেন্দ্রীয় জলশক্তিমন্ত্রী CR পাটিল এক্স হ্যান্ডলে লেখেন, জল ছাড়ার আগে রাজ্যের সেচ দফতর ও জলপথ বিভাগের মতামত চাওয়া হয়েছিল, কিন্তু কোনও মন্তব্য বা তথ্য মেলেনি। জল ছাড়া নিয়ে বাগ্‍‍যুদ্ধের আঁচ ক্রমশ বাড়ছে।

 তৃণমূল কংগ্রেস সেচমন্ত্রী ও বিধায়ক  মানস ভুঁইয়া বলেন, ৪ তারিখ অক্টোবর, আজকে DVC জল ছেড়েছে ৭৩ হাজার কিউসেক। গতকাল ছিল ৭০ হাজার কিউসেক। পরশু ছিল ৬৫ হাজার কিউসেক। কী হচ্ছেটা কী বলুন তো? বাংলাকে এরা পচিয়ে মারতে চায়...কেন্দ্রীয় সরকার, বিজেপি আর DVC।'প্রতিবারই জল ছাড়া নিয়ে কেন্দ্র-রাজ্য় দায় ঠেলাঠেলির ছবিটা একই থাকে। কিন্তু খেটে খাওয়া মানুষগুলোর এই ভোগান্তি এবং যন্ত্রণার ছবিটা কবে পাল্টাবে?