শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ইনসাফ যাত্রার প্রচার মিছিল থেকে দিনহাটার ফেরার পথে আক্রান্ত DYFI র কোচবিহার (Coochbehar News) জেলা কমিটির সহ-সম্পাদক ও জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য (DYFI Leaders Attacked)। জখম ইউসুফ আলি এবং শুভ্রালোক দাসের অভিযোগ, গত কাল রাতে তাঁদের উপর হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগের তির এলাকারই তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের দিকে। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।


কী জানা গেল? 
সোমবার রাতে সিতাইয়ের শেওড়া তলা এলাকার পেট্রোল পাম্পের সামনে এমন ঘটনার পর চাঞ্চল্য ছড়িয়েছে। DYFI-র বক্তব্য, আগামী ৩ রা নভেম্বর কোচবিহার থেকে ইনসাফ যাত্রা হচ্ছে। যাত্রা সফল করার লক্ষ্যে সিতাইয়ে সোমবার একটি মিছিলের আয়োজন করা হয়েছিল। মিছিল শেষে দিনহাটা ফেরার পথে ওই এলাকার কয়েকজন তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ইউসুফ এবং শুভ্রালোকের পথ আটকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে যুব সংগঠনের আরও এক নেতা আকিক হাসান পৌছলে তাঁকেও মারধর করা হয় বলে দাবি DYFI র কোচবিহার জেলা কমিটির। গোটা ঘটনায় সরাসরি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলেছে তারা। সংগঠনের কোচবিহার জেলা সভাপতি শম্ভু চৌধুরীর দাবি, এই ঘটনার নেপথ্যে সিতাইয়েপ বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়ার ছেলেদের হাত রয়েছে। এই নিয়ে সিতাই থানায় একটি এফআইআর দায়ের করা হয়। যদি পুলিশ কাউকে গ্রেফতার না করে, তাহলে আগামীতে DYFI নেতৃত্ব জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। শুধু তাই নয়। আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলারও হুঁশিয়ারি দেন তাঁরা। পুলিশ হামলার অভিযোগের তদন্ত শুরু করেছে এর মধ্যেই। তবে কোনও অভিযোগই মানতে চায়নি তৃণমূল।


বার বার আক্রান্ত...
এ রাজ্যে শাসকদলের বিরুদ্ধে হামলার অভিযোগ অতীতেও বহু বার এনেছে বিরোধী শিবির। গত সেপ্টেমব্র মাসেই যেমন উত্তর ২৪ পরগনার আমডাঙায় আক্রান্ত হয়েছিলেন এক সিপিএম নেতা । ঘটনার দিন রাতে বাড়ি ফিরছিলেন চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতের সিপিএম নেতা জাহাঙ্গীর হোসেন । অভিযোগ, অটো থেকে নামিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে বেধড়ক মারধর করা হয়েছিল। পরে অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে বারাসাত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে শুধু যে বিরোধী শিবিরের উপর হামলার অভিযোগ ওঠে, তা নয়। তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগও নেহাত কম নয়। গত অগাস্টেই যেমন তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছিল শীতলকুচি কলেজ। টিএমসিপির ২ গোষ্ঠীর সংঘর্ষে ঝরেছিল রক্ত। 


আরও পড়ুন:ভোটার আইডি না থাকলেও দেওয়া যাবে ভোট! তবে এই শর্ত মানতে হবে