কলকাতা: রাজস্থান ও মধ্যপ্রদেশ সহ দেশের ৫টি রাজ্যে শীঘ্রই বিধানসভা নির্বাচন হতে চলেছে। সব ঠিক থাকলে আগামী বছরেই লোকসভা নির্বাচন হতে চলেছে। বিধানসভা থেকে লোকসভা কিংবা স্থানীয় ভোট- সবক্ষেত্রেই সাধারণ মানুষ নিজের মত প্রকাশ করেন ব্যালট বাক্স কিংবা ইভিএম-এ।
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচন কমিশন ভোটের প্রস্তুতি শুরু করেছে। রাজনৈতিক দল ও নেতারাও নির্বাচনী লড়াইয়ে নামতে প্রস্তুত। ভোটের সময় আসার আগে থেকেই ভোটার কার্ড সংশোধন, নতুন ভোটার কার্ড তৈরি, ভোটার তালিকায় নাম তোলার কাজ শুরু হয়ে যায়। এই সময়ে একটি প্রশ্ন প্রায়শই শোনা যায়। যদি কোনও ব্যক্তির কাছে ভোটার আই কার্ড না থাকে, তাহলে কি তিনি ভোটদান করতে পারবেন? নিয়ম কী বলে, কীভাবে ভোট দিতে পারেন তাঁরা?
কারা ভোট দিতে পারেন?
দেশের সাবালক নাগরিক, যাঁদের নাম ভোটার তালিকায় রয়েছেন তাঁরা ভোট দিতে পারেন। অর্থাৎ ভোটার তালিকায় (voter list) যাঁদের নাম আছে শুধুমাত্র তাঁরাই ভোট দিতে পারবেন। ভোটার তালিকায় কোনও ব্যক্তির নাম না থাকলে তিনি ভোট দিতে পারবেন না। এই কারণেই দেখে নেওয়া প্রয়োজন নির্দিষ্ট নির্বাচনী ক্ষেত্রের ভোটার তালিকায় নাম রয়েছে কিনা। সেটা থাকলে তবেই একমাত্র ওই নির্বাচনী ক্ষেত্রে ভোট দেওয়া যায়। ভোটার তালিকায় নাম যোগ করতে গেলে কিছু শর্তপূরণ করতে হবে। সেই শর্তগুলি পূরণ হলে তবেই তালিকায় নাম উঠবে।
ভোটার আইডি কার্ড বা সচিত্র ভোটার পরিচয়পত্র ছাড়া কি ভোট দেওয়া যাবে?
যদি কোনও ব্যক্তির ভোটার আইডি কার্ড না থাকে, তবুও সেই ব্যক্তি ভোট দিতে পারবেন। যদি সেই ব্যক্তির নাম ভোটার তালিকায় থেকে থাকে। ওই নাম না থাকলে ভোট দেওয়া যাবে না। কিন্তু তালিকায় নাম থাকলে এবং ভোটার আইডি কার্ড না থাকলেও ভোট দেওয়া যাবে। কী উপায়? এক্ষেত্রে ওই ব্যক্তিকে অন্য কোনও সরকার অনুমোদিত সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে। এই পরিস্থিতিতে, ভোটার আইডি কার্ড ছাড়াও, আধার কার্ড, ১০০ দিনের জব কার্ড, ব্যাঙ্কের পাসবুক, বিমা স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি দেখিয়ে নিজের ভোট দিতে পারেন।
ভোটার তালিকায় নিজের নাম না থাকলেও অনলাইনে ভোটার তালিকায় নাম যোগ করা যাবে। এছাড়াও ফোনের মাধ্যমে নাম যোগ করতে, নাম স্থানান্তর করতে এবং ভোটার আইডিতে যে কোনওরকম পরিবর্তন করা সম্ভব। এছাড়াও, অনলাইন মাধ্যমেই যে কেউ জানতে পারবেন যে আপনার নাম ভোটার তালিকায় আছে কি না এবং তার পরে আপনি ভোট কেন্দ্র নির্দিষ্ট করে ভোট দিতে পারেন।
আরও পড়ুন: কীভাবে বুঝবেন কোন মোবাইল নম্বরে লিঙ্ক রয়েছে আপনার আধার?