সত্যজিৎ বৈদ্য এবং উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: বেকারদের কাজের দাবিতে কেন্দ্র ও রাজ্যের বিরুদ্ধে আন্দোলন আরও জোরদার করতে চলেছে ডিওয়াইএফআই (DYFI)। বাংলায় (West Bengal) শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগেও পথে নামবে বাম (CPIM)-যুব সংগঠন। সংগঠনের একাদশতম সর্বভারতীয় সম্মেলনে তৈরি হল এই রূপরেখা। 


স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ C কর্মী নিয়োগে চূড়ান্ত অনিয়মের অভিযোগ উঠেছে। আর এই প্রেক্ষাপটে নিয়োগে-দুর্নীতির অভিযোগে, তৃণমূলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র করতে চাইছে সিপিএমের যুব সংগঠন DYFI। পাশাপাশি কেন্দ্রীয় স্তরে শূন্যপদে দ্রুত নিয়োগের দাবিতেও হবে আন্দোলন।



বৃহস্পতিবার রানি রাসমণি রোডে প্রকাশ্য সমাবেশের মধ্যে দিয়ে শুরু হয়  DYFI-এর একাদশ সর্বভারতীয় সম্মেলন। রবিবার সম্মেলনের শেষ দিনে, সংগঠনকে আরও আন্দোলনমুখী করার বার্তা দেওয়া হয়েছে। ডিওয়াইএফআই-এর  সাধারণ সম্পাদক হিমগ্নরাজ ভট্টাচার্য বলেন, "৬০ লক্ষ শূন্যপদ আছে, কোনও পূরণ হচ্ছে না। হরিয়ানা বিজেপির সরকার, সেখানে ৩৩ শতাংশ বেকারত্ব। রাজ্যে শিক্ষক নিয়োগে এমন দুর্নীতি যে হস্তক্ষেপ করতে হচ্ছে আদালতকে। তীব্র আন্দোলন করতে না পারেল টনক নড়াতে পারব না।"                                                                                


আরও পড়ুন, মেডিকেল কলেজের ছাদে নামবে হেলিকপ্টার! নয়া সেন্টার তৈরি হচ্ছে শতাব্দীপ্রাচীন বিল্ডিং ভেঙে


শুক্রবার থেকে সল্টলেকের ইজেডসিসিতে শুরু হয় DYFI-এর প্রতিনিধি সম্মেলন। গোটা দেশ থেকে ৫০০-র বেশি প্রতিনিধির পাশাপাশি, উপস্থিত ছিলেন কিউবা, বাংলাদেশ, নেপাল-সহ একাধিক দেশের প্রতিনিধিরা। DYFI-এর কেন্দ্রীয় কমিটিতে এবার বাংলা থেকে নতুন মুখ ৫ জন। 


শনিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য লিখিত বার্তায় বলেন, বর্তমানে আমাদের রাজ্যে এবং দেশে যে জনবিরোধী ও দমনপীড়নের সরকার চলছে, তা প্রতিহত করতে পারে একমাত্র বামপন্থী আন্দোলন। সেই লক্ষ্যে অবিচল থেকে সমস্ত প্রতিকূলতা অগ্রাহ্য করে পশ্চিমবঙ্গের DYFI কর্মীরা রাজ্যের সর্বত্র প্রতিদিন আন্দোলন সংগঠিত করছেন।