রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: দলছুট হয়ে লোকালয়ে ঢুকে পড়েছিল হাতি আর সেই হাতিকেই আর্থ মুভার দিয়ে উত্যক্ত করল স্থানীয়রা। এর মাঝেই আর্থ মুভারের সঙ্গে সংঘর্ষে আহত হল হাতি। ভাইরাল হল সেই ভিডিও। অন্য়দিকে মালবাজারে অমানবিক এই ছবি সামনে আসতেই আর্থ মুভারের সহ চালককে গ্রেফতার করল পুলিশ। সোমবার তাঁকে আদালতে পেশ করা হলে ১৪ দিনের জেল হেফাজত হয় তাঁর।
জলপাইগুড়ির মালবাজার এলাকার ছবি গত কয়েকদিন ধরেই সোশাল মিডিয়ায় ভাইরাল। একটা অসহায় বন্য়প্রাণিকে ক্রমাগত বিরক্ত করার, রাগানোর এই ছবি দেখে বয়ে যাচ্ছে নিন্দার ঝড়। এই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, হাতির সামনে, একটি টংঘর থেকে ক্রমাগত চিৎকার করছে অনেকে। এরপর হাতিটি ছুটে গিয়ে, টংঘরে ধাক্কা মারে। হাতিটি ধাক্কা মেরে পিছনের দুপায়ে বসে পড়ে। এরপরও হাতিটির পিছন পিছন দৌড়তে থাকে জনতা।
আরেকটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খোলা জায়গায় দাঁড়িয়ে আছে একটা হাতি। একটু দূরে তার মুখোমুখি একটা আর্থমুভার। যন্ত্রের একটা অংশ নাড়িয়ে ক্রমাগত হাতিটিকে উত্য়ক্ত করা হচ্ছে। রাগিয়ে তোলা হচ্ছে। একসময় ছুটে গিয়ে ধাতব অংশে মাথা দিয়ে ধাক্কা মারে হাতিটি। খাঁজ কাটা ধাতব অংশ, শরীরে সজোরে লাগলে, কতটা ব্য়থা লাগতে পারে, তা সহজে অনুমেয়। কিন্তু, নিষঠুর উল্লাসে মত্ত স্থানীয়রা উল্টোদিকে দৌড়োচ্ছে, তখনও তারা হাতির পিছনে ছুটছে ভিডিও করতে করতে।
এই ছবি ভাইরাল হওয়ার পর, রবিবার রাতে জেসিবি সহ চালক অমন এক্কাকে গ্রেফতার করেছে পুলিশ। হাতিটিকে উত্য়ক্ত করা এবং আঘাতের ঘটনায়, পরিবেশপ্রেমীদের তরফে বৈকুণ্ঠপুর ডিভিশন এবং মালবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়। আলাদা করে অভিযোগ দায়ের করা হয় বন দফতরের তরফে। বৈকুণ্ঠপুর ডিভিশনের DFO এম রাজা জানিয়েছেন, তাঁদের কাছে প্রথমে অভিযোগ এসেছিল। এরপর তাঁরা ভাইরাল ভিডিওটি দেখতে পান। রবিবার রাতে গ্রেফতার করা হয় জেসিবি চালককে। এই ঘটনায় 'বন্য় প্রাণ অ্য়াক্টে' মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বৈকুণ্ঠপুর ডিভিশন।
গত মাসে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে তখন হাতির তাণ্ডবে মৃত্য়ু হয় এক ব্য়ক্তির। আহত হন ১ জন। স্থানীয়দের দাবি, ১৮ জানুয়ারি রাতে ঝাড়গ্রামের নয়াগ্রামের দিক থেকে ১৭ থেকে ১৮ টি হাতির দল ঢুকে পড়ে গ্রামে। এরপর মালপাড়া সহ একাধিক গ্রামে তাণ্ডব চালায় দাঁতালের দল। সকালে হাতির দল দেখতে ভিড় জমান গ্রামের মানুষজন। তখনই এক বৃদ্ধ হাতির দলের মধ্য়ে পড়ে যান। অভিযোগ, একটি হাতি সুঁড়ে তুলে আছাড় মারে তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে মৃত্য়ু হয়।
আরও পড়ুন: Upper Primary Saraswati Puja: ত্রিপল টাঙিয়ে পুজোর আয়োজন, পথেই বাণী বন্দনা চাকরিপ্রার্থীদের