Series of earthquakes : গতকালের পর আজও। ফের কেঁপে উঠল  আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাটি।  ৪ জুলাই আন্দামান সাগরে ভূকম্পন হয়। ফের ৫ জুলাইও কম্পন অনুভূত হল  সেখানে। একেই বিশেষজ্ঞরা বলেন ধারাবাহিক ভূকম্পন। আন্দামান সাগরে ধারাবাহিক ভূমিকম্পনে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ কেঁপে উঠেছে বারবার (earthquake rattles Andaman and Nicobar Islands) ।


ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি ( National Center for Seismology  জানিয়েছে, মঙ্গলবার সকাল ৫.৫৭ মিনিটে যে কম্পনটি হয়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.০ (richter scale ।  এটিই  এখনও অবধি সবথেকে শক্তিশালী কম্পন। কোনও প্রাণহানি বা  ক্ষয়ক্ষতির ঘটনা এখনও সামনে আসেনি।

আরও দেখুন :



এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল রাজধানী পোর্ট ব্লেয়ারের ২১৫  কিলোমিটার দূরে । ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সোমবার বিকেল ৫.১৮ মিনিটে প্রথম কম্পনটি দ্বীপগুলির আশেপাশের এলাকায় আঘাত হানে। রিখটার স্কেলে এটির কম্পনের মাত্রা ছিল ৪.৬  ।  সন্ধ্যা বাড়ার  সঙ্গে সঙ্গে আরও কম্পন ঘটে। যার বেশিরভাগই রিখটার স্কেলে ৪.৫ মাত্রার কাছাকাছি ছিল।


তবে সবচেয়ে শক্তিশালীটি মঙ্গলবার সকালেই ঘটে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দুই দিনে অন্তত ২৪টি কম্পন হয়েছে। 


আন্দামান- নিকোবর অঞ্চলে মাটি ও সমুদ্রের নিচের ভূস্তর বেশ অস্থির হয়ে রয়েছে। পরপর কম্পনই তার ইঙ্গিত। ভূপদার্থবিজ্ঞানীদের মতে সতর্ক থাকতে হবে। এর আগে, ২০১৬ সালেও একাধিক বার কেঁপে ওঠে আন্দামান। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে মাঝারি মাপের ভূমিকম্প হয় সেই সময় । রিখ্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল তখন ৫ দশমিক ২। উত্সস্থল ছিল আন্দামান দ্বীপপুঞ্জের মাটির ১০ কিলোমিটার গভীরে। সকাল ৮টা নাগাদ কেঁপে উঠেছিল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন মানুষ। ক্ষয়ক্ষতির পরিমাণ তেমন বেশি ছিল না।   আন্দামানে বড় ভূকম্পন হয়েছিল ২০০৪ সালে।