কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান : অসহযোগ আন্দোলনের সাক্ষী থাকতে আজও রবিবার স্কুলে আসে পড়ুয়ারা,চলে পঠন-পাঠন। পূর্ব বর্ধমানের জামালপুরের গোপালপুর মুক্ত কেশী বিদ্যালয়, পথচলা শুরু ১৯২২ সালের ৫ ই জানুয়ারি। গান্ধীজীর অসহযোগ আন্দোলনে সামিল হওয়াই ছিল এই স্কুল গড়ে তোলার প্রধান লক্ষ্য। রবিবার ছিল ব্রিটিশদের ছুটির দিন। আর এই ভাবধারা থেকে মুক্ত হতেই স্কুলে রবিবার শুরু হয় পঠন-পাঠন। সেই থেকে রবিবার আজও স্কুলের ঘন্টা বেজে উঠে রবিবার।
ইংরেজ বিরোধিতায় স্কুলে বন্ধ হয় ইংরাজি পঠন-পাঠন।অল্প সময়ের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়েছিল অসহযোগ আন্দোলন। ব্রিটিশদের দমন পীড়নের কাছে মাথা নিচু করেনি প্রত্যন্ত গ্রামের এই স্কুলটিও।এখনো স্কুলের আনাচে-কানাচে কান পাতলে শোনা যায় সেই ইতিহাস।স্বাধীনতার এত বছর পরেও সেই ধারা এখনও চলছে। কলেবরে অনেক বেড়েছে স্কুল, ১০৩ বছরে পদার্পণ করেছে স্কুল। পড়ুয়া সংখ্যা প্রায় ১১০০। তবে আজও রবিবার নিয়ম করে স্কুলের ঘন্টা বেজে উঠে।