রাণা দাস, পূর্ব বর্ধমান:  হেডফোনে গান শুনতে গিয়ে দুর্ঘটনার মুখোমুখীর সংখ্যা একাধিক। শুধু বাংলা নয়, এমন উদাহরণ রয়েছে সারাদেশেই। এমনকি এর সঙ্গে সেলফি তোলার হিড়িকেও বহু দুর্ঘটনা হয়েছে। আর এখন শুরু হয়েছে রিলিসের নেশা। যার সঙ্গে আর্থিক ইস্যুও জড়িয়ে রয়েছে। এবার সেই রিলস বানানোর নেশাতেই মর্মান্তিক ঘটনা ঘটল কাটোয়া আমোদপুর রেল লাইনের কেতুগ্রামের কাঁদরা স্টেশনে। 

ট্রেনের কামরার ছাদে উঠে রিলস বানাতে গিয়ে হাইভোল্টেজ তারে বিদ্যুৎপৃষ্টি হয়ে মৃত্যু হল এক ছাত্রের। মৃতের নাম জিসান চৌধুরী। মৃত্যুকালীন বয়েস হয়েছিল ১৫ বছর। ঘটনাটি ঘটেছে কাটোয়া আমোদপুর রেল লাইনের কেতুগ্রামের কাঁদরা স্টেশনে। জানা গিয়েছে,আজ দুই জন বন্ধুর সঙ্গে কাঁদরা স্টেশনে আসে জিসান।সে রিলস বানানোর জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরার ছাদে ওঠে। সঙ্গে সঙ্গেই বিকট শব্দে বিদ্যুৎপৃষ্ট হয়ে ট্রেনের উপরেই লুটিয়ে পড়ে ও তার মৃত্যু হয়। 

এর আগে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছিল দক্ষিণ-পূর্ব রেলওয়ের হাওড়া-খড়্গপুর শাখা। কুলগাছিয়া ও বাগনান স্টেশনের মাঝে দামোদর নদীর উপর সংযোগকারী মহিষরেখা রেল ব্রিজের উপর ঘটনাটি ঘটেছিল। জানা গিয়েছিল, বানিবনের তিন কিশোর একটি বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছিল। রেলব্রিজের মাঝে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ডাউন লাইনের ট্রেন ধাক্কা মারে শায়েরকে। বাকি দুই বন্ধু কোনও ভাবে বেঁচে গেলেও মর্মান্তিক পরিণতি এড়াতে পারেনি শায়ের। তার দেহ ট্রেনের ধাক্কায় রেলব্রিজের উপর লাইন থেকে ঝুলতে থাকে। পরে ঘটনাস্থল থেকে রেল পুলিশ কিশোরের দেহ উদ্ধার করেছিল।     নভেম্বরে এই সেলফি তুলতে গিয়েই ট্রেনের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু হয়েছিল। সে বার মর্মান্তিক ঘটনাটি কুলগাছিয়া-বাগনান স্টেশনের মাঝে। রেল লাইনের পাশে দাঁড়িয়ে সেলফি তোলার সময় ট্রেনের ধাক্কা লেগেছিল ওই ২ জনের। নিহতদের একজন ছিল সপ্তম শ্রেণির ছাত্র, অন্য জন মাধ্যমিক উত্তীর্ণ। আপ পাঁশকুড়া লোকালের ধাক্কায় ২ কিশোরের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের বাতাবরণ তৈরি হয়। তার আগে, ২০২১ সালের অক্টোবর মাসে বারুইপুরে সেলফি তুলতে গিয়ে জলে তলিয়ে গিয়েছিল এক তরুণ। ওই ঘটনায় ৩ বন্ধু মিলে ঝিল পাড়ে সেলফি তুলছিল। হঠাৎ করেই জলে পড়ে যায় তিলজলার এক তরুণ। এলাকার লোকজন জাল ফেলে মৃত ওই তরুণকে উদ্ধার করেছিল।

আরও পড়ুন, স্যালাইন কাণ্ডে চিকিৎসককে ভবানী ভবনে ডেকে জিজ্ঞাসাবাদ CID-র