কলকাতা: বাড়িতে একরত্তি দুয়া, মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ধীরে ধীরে কাজে ফিরছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মা ওহয়ার পরে প্রথমবার তিনি সামনে এসেছিলেন দিলজিৎ দোসাঞ্জের কনসার্টে। আর এবার সব্যসাচী মুখোপাধ্যায়ের ফ্যানশ শো-তে। দীর্ঘদিন পরে মার্জার সরণীতে হাঁঁটছেল দীপিকা। মা হওয়ার পরে এই প্রথম ও বটে। তবে তিনি কী বড়ই ক্লান্ত? রবিবার, ছুটির দিনগুলি সাধারণত কেমন করে কাটছে তাঁর? সোশ্যাল মিডিয়ায় সেই ইঙ্গিত দিলেন নায়িকা। 


রবিবার মানেই তো ছুটির দিন। আর তারকারা সাধারণত ছুটির দিনটা পার্টি করে কাটাতেই ভালবাসেন। কিন্তু দীপিকা যে ছবি দিয়েছেন, সেখানে দেখা যাচ্ছে, তিনটি লোক পর পর ৩টি রেকলাইনারে শুয়ে রয়েছে। ৩ জনের সামনেই চলছে টিভি। আর পেটের ওপর খোলা এক একটি বড় পিৎজার বাক্স। অর্থাৎ পার্টি মানেই বাইরে গিয়ে হুল্লোড় করা নয়, নিজের মতো করে সময় কাটাতে চাওয়া। দীপিকা এই মিমটি শেয়ার করে নিয়ে লিখেছেন, 'ওরা কীভাবে জানল আমি কীভাবে আমার রবিবারটা কাটাই'? অর্থাৎ দুয়া আসার পরে বদলে গিয়েছে দীপিকার জীবন। বাইরে বেরিয়ে পার্টি করা নয়, ক্লান্ত হয়ে ঘরে নিজের মতো, নিজের পছন্দের শো দেখে আর পিৎজা খেতেই দীপিকার এখন সন্তাহান্ত কাটানো বিশেষ পছন্দের। 


সোশ্যাল মিডিয়ায় এখন জন্মের পরে সন্তানের ছবি ভাগ না করে নেওয়াটাই দস্তুর। এই পথে প্রথম হেঁটেছিলেন অনুষ্কা শর্মা (Anushka Sharma)। ভামিকার জন্মের পরে সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি শেয়ার করে নেননি তাঁরা। এখনও পর্যন্ত ভামিকা আর পুত্র অকায়কে পাপারাৎজিদের থেকে দূরেই রেখেছেন তাঁরা। আর এবার দীপিকা পাড়ুকোনে। জন্মের পরেই কন্যাসন্তানের কোনও ছবি প্রকাশ্যে আনেননি তাঁরা। জন্মের বেশ কিছুদিন পরে, যখন খুদের নাম ঠিক হয়, সেই নাম জানানোর জন্য দীপিকা শেয়ার করে নিয়েছিলেন একরত্তির দুটি পায়ের ছবি। লাল মখমলের বাঁধনি কাপড়ের ওপর শোয়ানো সেই পায়ে জড়ির কাজ করা পাজামা পরানো ছিল। দীপিকা মেয়ের নাম রেখেছেন দুয়া। হিন্দিতে 'দুয়া' শব্দের বাংলা অর্থ আশীর্বাদ। মেয়ে যে তাঁদের কাছে আশীর্বাদের মতোই, সেই বার্তা দিতেই এই নাম রেখেছেন দীপিকা। 


আরও পড়ুন: Saif Ali Khan: আঙুলের ছাপ না মেলার খবর গুজব, সেফের ওপর হামলার ঘটনায় রিপোর্টের অপেক্ষায় মুম্বই পুলিশ