রাণা দাস,  পূর্ব বর্ধমান : অনলাইন অ্য়াপের (Online App) মাধ্যমে কোটি কোটি টাকা প্রতারণার (Fraud) অভিযোগ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী থানার হাতে গ্রেফতার মূল অভিযুক্ত সন্দীপ সেন। ধৃতের দাবি, পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিডিও অফিসের এক কর্মীও এই চক্রে জড়িত। পুলিশ সূত্রে খবর, টাকা দ্বিগুণ করে দেওয়ার নামে কোটি কোটি টাকা বাজার থেকে তুলেছে প্রতারকরা।


ভারত সরকারের প্রযুক্তি মন্ত্রক এই অ্যাপের অনুমোদন দিয়েছে বলে টোপ দেওয়া হত। মূলত দিল্লি থেকে প্রতারণা চক্র নিয়ন্ত্রণ করা হত বলে পুলিশের (Police) অনুমান। এই টাকা দিয়ে কেনা হয় ফ্ল্যাট ও বিপুল পরিমাণ সোনার গয়না। একাধিক অ্যাকাউন্ট মিলেছে মূল অভিযুক্তের নামে। টুপি ও কালো চশমা পরে গতকাল নাদনঘাটে এসেছিলেন মূল অভিযুক্ত সন্দীপ সেন। নজরদারি জারি থাকায় খবর পেয়ে পুলিশ তাঁকে হাতেনাতে পাকড়াও করে।  


প্রসঙ্গত, ডিজিট্যাল যুগে (Digital Era) জগত এখন হাতের মুঠোয়। টাকা-পয়সার দৈন্দদিন লেনদেন থেকে বড় কোনও কাজ, অনলাইনে টাকা পাঠানো (Online Transaction) এখন রোজের জীবন-যাপনের অঙ্গ। অনলাইন নির্ভরতা যেমন বেড়েছে, তেমনই তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে প্রতারণাও। অনলাইন প্রতারণার কবলে যদি পড়েন, তাহলে কী করতে হবে জানেন তো ? কোথায়, কীভাবে অভিযোগ করবেন ? কোন পথে এগোলে মিলবে সুরাহা ? সময়ের সঙ্গে অনলাইন প্রতারণার (Online Fraud) ধরণ বদলেছে। তবে প্রতারণার কবলে পড়লে ভারতীয় আইটি অ্যাক্ট (Indian IT Act) অনুসারে অভিযোগ দায়ের করা যাবে যে কোনও সাইবার সেলে। কিন্তু তার আগে কয়েকটা পদক্ষেপ করে নেওয়াই শ্রেয়।


অনলাইনে প্রতারণার ফাঁদে অর্থ খোওয়ালে প্রথমেই নির্দিষ্ট ব্যাঙ্কের কাস্টমার কেয়ারে ফোন করে কার্ড ব্লক করাতে হবে। অভিযোগ দায়ের করার আগে কার্ড ব্লক করা প্রয়োজনীয়। যে অ্যাকাউন্ট অনলাইন ফ্রডের কবলে পড়েছে তার গত কয়েকমাসের স্টেটমেন্ট। সেই অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। কোনও লিঙ্কে ক্লিক করতে বলা হলে সেটি বা তার স্ক্রিনশট থেকে শুরু করে আপনার পরিচয়পত্র। অভিযোগ দায়েরের জন্য লাগবে। অনলাইন প্রতারণার ক্ষেত্রে যে কোনও সাইবার সেলে অভিযোগ দায়ের করা যায়। অনলাইনে বা অফলাইনে দায়ের করতে হবে লিখিত অভিযোগ


কোথায় কীভাবে অভিযোগ ? https://cybercrime.gov.in/ ওয়েবসাইটে গিয়ে করা যাবে অভিযোগ। অনলাইন প্রতারণার ক্ষেত্রে অভিযোগ জানানোর হটলাইন নম্বর 155260। যে কোনও কাজের দিন সকাল ৯ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত অভিযোগ দায়ের করা যাবে। অনলাইনে অভিযোগ জানানোর ক্ষেত্রে সমস্যায় পড়লে আপনার কাছের থানায় গিয়েও অভিযোগ করা যাবে। মাথায় রাখুন, অভিযোগপত্র লিখতে হবে সাইবার ক্রাইম সেলের প্রধানকে উদ্দেশ্য করে।  ই-মেল আইডি, ফোন নম্বর ও ঠিকানা যেন স্পষ্ট ও সঠিকভাবে উল্লেখ থাকে অভিযোগপত্রে। প্রতারণার কবলে পড়ার ৭২ ঘণ্টার মধ্যে অভিযোগপত্র দাখিল করতে হয়। অনলাইন প্রতারণা এড়ানোর সবথেকে সহজ ও কার্যকরী উপায় সতর্ক থাকা। সন্দেহ জাগে এমন কোনও লিঙ্ক, ওয়েবসাইট বা শর্ট ইউআরএলে ক্লিক করবেন না। টাকা লেনদেনের কাজ সংক্রান্ত ওটিপি শেয়ার করা থেকে থাকুন বিরত।   


আরও পড়ুন- কলকাতা ঘুরতে এসে মর্মান্তিক পরিণতি, হাওড়ার চাঁদমারি ঘাটে গঙ্গায় তলিয়ে গেল দুই যুবক


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial