রানা দাস, পূর্ব বর্ধমান : কাটোয়ায় তাপবিদ্যুৎ (Katwa Thermal Plant) কেন্দ্রের জমি বিক্রি করে দিতে চাইছে তৃণমূল (TMC) সরকার। এই অভিযোগ তুলে মঞ্চ গড়ে পঞ্চায়েত নির্বাচনের আগে আন্দোলনে নামল সিপিএম (CPM)। যদিও তৃণমূলের দাবি, মানুষকে ভুল বোঝাচ্ছে বামেরা।
তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি নিয়ে তরজা
দুয়ারে কড়া নাড়ছে পঞ্চায়েত নির্বাচন। (Panchayat Election) তার আগে পূর্ব বর্ধমানের কাটোয়ায় প্রস্তাবিত তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি বিক্রির অভিযোগ ঘিরে শুরু হল বিতর্ক! সিপিএমের অভিযোগ, তাপবিদ্যুৎ কেন্দ্রের জমি বিক্রি করে দিতে চাইছে তৃণমূল সরকার! অন্যদিকে শাসকদলের দাবি, মানুষকে ভুল বোঝাচ্ছে সিপিএম!
২০০৬ সালে তৎকালীন বামফ্রন্ট সরকার ঘোষণা করে, কাটোয়ায় ৬৬০ মেগাওয়াট করে দুটি, মোট ১৩২০ মেগাওয়াটের তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে রাজ্য বিদ্যুৎ উন্নয়ন নিগম। কিন্তু পরবর্তীকালে জমি অধিগ্রহণের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়! শিলান্যাসের পরও থমকে যায় প্রকল্পের কাজ। এরপর ২০০৯ সালে প্রকল্পটি কেন্দ্রীয় সরকারি সংস্থা NTPC-র হাতে তুলে দেয় বাম সরকার। এরপর তৃণমূল ক্ষমতায় আসার পর, প্রকল্পের জন্য সরাসরি জমি কিনতে শুরু করে NTPC। পাশাপাশি রাজ্য সরকারের তরফে দেওয়া হয় ১০০ একর জমি।
তবে ২০১৮-র পর থেকে প্রকল্পের কাজ বন্ধ হয়ে যায়। এই পরিস্থিতিতে সেই জমিতে শিল্পের দাবিতে আন্দোলনে নামল সিপিএম। ২৮ মার্চ, কাটোয়া নজরুল মঞ্চের মাঠে গণকনভেনশন করে 'শিল্পের দাবিতে যুক্ত মঞ্চ' গড়া হয়। সিপিএমের অভিযোগ, এই জমি বিক্রির চক্রান্ত করছে তৃণমূল!
পূর্ব বর্ধমানের সিপিএম প্রাক্তন জেলা সম্পাদক অচিন্ত্য মল্লিক বলেছেন, 'জমি বেচে দিয়ে চাইছে। বিভিন্ন জায়গায় জমি বিক্রি করছে। আমরা এখানে শিল্পই গড়ে তুলব।' পাল্টা রাস্তায় নেমেছে তৃণমূলও। ৩১ মার্চ একই জায়গায় সভা করে তৃণমূল! পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'সিপিএমের কমিটিতে যারা রয়েছে, তাদের বাড়িতে আমাদের কর্মীরা যাবে বলবে সিপিএম ভাঁওতা দিচ্ছে।'
তৃণমূলের দাবি, রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে জমি ফেরত চেয়ে NTPC-র কাছে আবেদন জানানো হয়েছে। পূর্ব বর্ধমানের তৃণমূল কংগ্রেস সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেছেন, 'এই জমি এনটিপিসি করছে না। জমি ফিরেয় নেওয়া হোক। চিঠি বিদ্যুৎমন্ত্রীকে। ক্যাবিনেটে উঠেছিল। রাজ্য সরকার কেন্দ্রের থেকে জমি ফেরত চায়। এনটিপিটিসি জানিয়েছে ক্ষতিপূরণ দিলে দিয়ে দেবে। হিসেব দিলে বিবেচনা করে করে দেখবে রাজ্য।' পাল্টা বিজেপির কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি গোপাল চট্টোপাধ্যায় বলেছেন, 'সিপিএম শিল্প কখনই করেনি। বরং ধ্বংস করেছে। তৃণমূল জমি বিক্রির চেষ্টা করছে। ডবল ইঞ্জিনের সরকার এলেই শিল্প হবে।' প্রস্তাবিত এই জমিতে তাপবিদ্যুৎ কেন্দ্র হবে না অন্য শিল্প হবে, আদৌ শিল্প হবে কিনা, তা জানা যাবে ভবিষ্যতে।