দিল্লি: জন্ম তাঁর বিহারের গোপালগঞ্জে। ক্রিকেটের হাতেখড়ি ওখানে হলেও পরিচিতি পেয়েছেন তিনি বাংলার জার্সিতে ২২ গজে খেলতে নেমেই। ধীরে ধীরে বাংলা ক্রিকেট দলের (Bengal Cricket Team) পেস বিভাগের অন্যতম সেরা তারকা হয়ে উঠেছেন। তিনি আর কেউ নন, ডানহাতি পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)। ঘরোয়া ক্রিকেটের ডেরা থেকে বেরিয়ে যিনি এবার আইপিএলেও নিজের প্রমাণ করার লক্ষ্যে মরিয়া থাকবেন। বাংলার হয়ে রঞ্জি ট্রফিতে খেলা মুকেশ কুমার গত বছর পর্যন্ত দিল্লি ক্যাপিটালসের নেট বোলার ছিলেন। ঘরোয়া ম্যাচগুলিতে নজরকাড়া পারফর্ম করেছিলেন তিনি। মুকেশ টিম ইন্ডিয়াতে ডাক পেয়েছিলেন। যদিও ভারতের হয়ে তাঁর এখনও অভিষেক হয়নি। 


প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৯ ম্যাচে এখনও পর্যন্ত ১৪৯ উইকেট ঝুলিতে পুরেছেন মুকেশ। লিস্ট এ ক্রিকেটে ২৪ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন। টি-টোয়েন্টি ফর্ম্যাটে ২৩ ম্যাচে ২৫ উইকেট নিয়েছেন মুকেশ কুমার। ঘরোয়া ক্রিকেটে অনেক দিন ধরেই বাংলার জার্সিতে খেলছেন মুকেশ। ২০১৫ সালে উত্তরপ্রদেশের বিরুদ্ধে অভিষেক হয় এই ডানহাতি পেসারের। ২০১৬ সালে গুজরাতের বিরুদ্ধে নাগপুরে টি-টোয়েন্টি ফর্ম্যাটে অভিষেক হয় মুকেশের। গত রঞ্জিতে মুকেশের দুরন্ত পারফরম্যান্স নজর এড়ায়নি দিল্লি কর্তাদের। তাই এই ফ্র্য়াঞ্চাইজি নিলামে ৫.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নেয় মুকেশকে। 


আইপিএলে দিল্লি ক্যাপিটালসে যোগ দেওয়ার আগে ছুটি কাটাচ্ছিলেন মুকেশ। বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন বাংলার ক্রিকেটার মুকেশ কুমার। তবে বেশি জাঁকজমক চাইছেন না তিনি। বিহারের গোপালগঞ্জের বাসিন্দা মুকেশ  বাগদান পর্ব সেরেছেন। বাগদান সারলেও এখনই বিয়ের তারিখ ঠিক হয়নি। তবে এই বছরেই বিয়ে করবেন তিনি।


আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস মুকেশকে সাড়ে পাঁচ কোটি টাকায় কিনেছে। এই বছরেই তাঁর বাগদান এবং বিবাহ সম্পন্ন হতে চলেছে। মুকেশের পরিবার সূত্রে জানা গিয়েছে, তাঁদের পরিবারে বাগদানের পূর্বে যে সব নিয়মাবলী রয়েছে তা পালন করা হচ্ছে। এই বাগদানের অনুষ্ঠানে অতিথি তালিকাতে কাঁটছাঁট করেছেন মুকেশ। নিজের ঘনিষ্ঠ মহলের মধ্যেই বাগদান সারতে চাইছেন তিনি। 


৩১ শে মার্চ থেকে শুরু হচ্ছে এই বছরের আইপিএল। সেই টুর্নামেন্ট খেলার জন্য দিল্লি শিবিরে যোগ দেবেন তিনি। আইপিএলের যুদ্ধ শুরু হওয়ার আগে বাগদান শেরে রাখতে চাইছেন তিনি। জানা যাচ্ছে আইপিএল শেষ হলেই সাত পাকে ঘুরবেন এই ডান হাতি পেসার। শুধু বাংলার হয়ে নয়, ভারতীয় এ দলের হয়েও ম্যাচ খেলেছেন মুকেশ। নিয়েছেন বেশ কিছু উইকেটও। আইপিএলের আগেই নতুন ইনিংস শুরু করতে চলেছেন ডানহাতি এই পেসার।