রানা দাস, পূর্ব বর্ধমান: চোখের পলকে এক ভয়ঙ্কর দুর্ঘটনা! পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেল যাত্রীবাহী বাস।

Continues below advertisement

এই দুর্ঘটনায় আহত হয়েছেন চালক, খালাসি সহ ৫ জন। পুলিশ সূত্রে খবর গিরি নগর এলাকায় আজ সকালে ট্রাকের সঙ্গে মেমারিগামী যাত্রী বোঝাই বাসের ধাক্কা লাগে, তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির মধ্যে ঢুকে যায় বাসটি। 

আহতদের প্রথমে মন্তেশ্বর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের স্থানান্তরিত করা হয়েছে। বাসের ধাক্কায় বাড়ির সামনের অংশের ক্ষতি হয়েছে।                     

Continues below advertisement

এর আগে এমনই একটি ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশের জবলপুরে। পুজোর সময় গভীর রাতে নিয়ন্ত্রণ হারিয়ে সোজা প্যান্ডেলের মধ্যে ঢুকে যায় একটি বাস, লোকজনে ভরা মণ্ডপে ঢুকে পড়ে বাসটি।  এই দুর্ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছেন বলে খবর। এর মধ্যে সাত জনের অবস্থা গুরুতর ছিল।                                  

জানা গিয়েছিল ওই রাস্তায় 'নো-এন্ট্রি' বোর্ড থাকা সত্ত্বেও চালক বাসটিকে ওই রাস্তাতেই চালায়। সিহোরা-র কাছে গৌরী চৌরাস্তার কাছে একটি দুর্গা মণ্ডপে বাসটি ঢুকে পড়ে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিল, বাসের গতি খুব বেশি ছিল। জানা গিয়েছে, মণ্ডপে ঢোকার আগে বাসটি বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িতেও ধাক্কা মেরেছিল। 

এর আগে সপ্তমীর সকালে বোলপুরের সিয়ানে মর্মান্তিক ঘটনা। খারাপ রাস্তায় গর্তে পড়ে বাস উল্টে মৃত্যু হল এক শিশুর। আহত হয়েছেন অন্তত ৩০ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। কীর্ণাহার থেকে বোলপুরে যাচ্ছিল বেসরকারি বাস। সকাল ৮টা নাগাদ দুর্ঘটনা ঘটে। 

যাত্রীদের অভিযোগ ছিল, বোলপুরের সিয়ান হাসপাতালের কাছে রাস্তায় বড় গর্ত রয়েছে। টোটোকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে পাশের ধান জমিতে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শিশুর। আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহতদের বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।