কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান:  নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় আহত হয়েছেন চারজন। ঘটনাটি ঘটেছে ১৯ নম্বর জাতীয় সড়কের নবাবহাট সংলগ্ন গোদা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরামবাগ বরাকর রুটের একটি বাস দ্রুত গতিতে আরামবাগের দিক থেকে বরাকরের দিকে যাচ্ছিল। ১৯ নম্বর জাতীয় সড়কের নবাবহাট সংলগ্ন গোদা এলাকায় দুর্গাপুরগামী লেনে নিয়ন্ত্রণ হারিয়ে  নয়নজুলিতে উল্টে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, বাসটিতে সেই সময়ে পাঁচ, ছয়জন যাত্রী ছিলেন। ঘটনায় বাসটির দুজন হেলপার ও দু-জন যাত্রী আহত হয়েছেন, তাদের উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। দুর্ঘটনাগ্রস্থ বাসটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যায় বর্ধমান থানার পুলিশ।


কলকাতায় বেপরোয়া গাড়ির তাণ্ডব:  আজ সকালেই কলকাতায় ( Kolkata ) বেপরোয়া গাড়ির তাণ্ডবের খবর প্রকাশ্যে এসেছিল। শুধু লাগামছাড়া গতি, ট্রাফিক নিয়ম ভঙ্গ বা দুর্ঘটনা ঘটানো নয়, ধরা পড়ার পর চালকের আচরণেও তাজ্জব হয়ে যায় পুলিশ ! বুধবার একেবারে সকাল সকাল উত্তর কলকাতার ( North Kolkata ) রাস্তায় বেপরোয়া ভাবে ছুটছিল অডি গাড়িটি। তাও আবার সেন্ট্রাল অ্যাভিনিউর মতো ব্যস্তা রাস্তায়! পুলিশ ধরে ফেলায় কাঁচুমাচু হওয়া তো দূরে থাক, পুলিশকেও গালিগালাজ শুরু করে দেন চালক! সকাল সকাল মত্ত যুবকের তাণ্ডব দেখল মধ্য কলকাতার অন্যতম প্রাণকেন্দ্র সেন্ট্রাল অ্যাভিনিউ।


প্রথম সি আর অ্যাভিনিউতে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানরিকশয় ধাক্কা মারে দামী অডি গাড়িটি। হাতে-পায়ে চোট লেগে ভালরকম জখম হন ভ্যানচালক। পুলিশ সূত্রে খবর, মত্ত অবস্থায় অডি গাড়ি চালাচ্ছিলেন ওই যুবক। উল্লেখযোগ্য বিষয় হল, গাড়িটিতে যে নম্বর প্লেট রয়েছে , তা উত্তরপ্রদেশের। স্টিকার লাগানো রয়েছে কলকাতা হাইকোর্টের। কিন্তু কে এই উদ্ধত যুবক? পুলিশ সূত্রে খবর, নির্মাণ কাজের সঙ্গে যুক্ত তিনি। আটক যুবক পার্ক স্ট্রিটের বাসিন্দা বলে জানিয়েছেন পুলিশকে। হেস্টিংসেও তাঁর একটি ঠিকানা রয়েছে। গাড়ি থেকে উদ্ধার হয়েছে বেশ কয়েকটি মদ ও বিয়ারের বোতল।