কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: আমরা সাধারণত রাস্তার ধারেই পেট্রোল পাম্প দেখতে অভ্যস্ত। কিন্তু চারচাকা গাড়িতে ভ্রাম্যমান পেট্রোল পাম্প? রাস্তায় রাস্তায়, বাড়ির দুয়ারে দুয়ারে ঘুরে ঘুরে জ্বালানি বিক্রি করছে? সেখানেই উঠেছিল প্রশ্ন।  


অবাক হলেও এরকমই দৃশ্য দেখা গেল রায়নায়। সবই যখন দুয়ারে মিলছে তখন পেট্রোল ও ডিজেলই বা বাকি থাকে কেন? কয়েকদিন ধরেই রায়না-সহ দক্ষিণ দামোদরের বিভিন্ন এলাকায় একপ্রকার বাড়ির সামনেই পাওয়া যাচ্ছিল ডিজেল। 


বাড়ির দুয়ারেই যেন 'চলতা ফিরতা' আস্ত পেট্রোল পাম্প। গাড়ির উপরই ফিট করা ট্যাঙ্ক, নজেল, পাম্প ও মিটার বক্স। যে গাড়ি এক প্রকার হাঁক দিয়ে যায় ডিজেল লাগবে? বাড়ির সামনে কিছুটা কম দামে পেয়ে কেনেনও অনেকে। 


এই ঘটনাটি এবার পুলিশের নজরে আসে। পুলিশ জানতে পারে, কম দামে কোনও রকমের নিরাপত্তার তোয়াক্কা না করে বাড়ির সামনে কীভাবে বিক্রি হচ্ছে ডিজেলের মতো এই অত্যধিক জ্বলনশীল তরল। রায়নার শুকুরে গাড়ি আটকে তদন্তে নামতেই উঠে আসে এক বড়সড় চক্রের।


এরপরই জিজ্ঞাসাবাদ করে রায়না থানার পুলিশ গ্রেফতার করে ২ জনকে। বাজেয়াপ্ত করা হয় ধৃতদের ব্যবহৃত গাড়ি ও প্রায় ৩০০ লিটার ডিজেল। ধৃত সাইফুদ্দিন মন্ডল ওরফে সাহেবের বাড়ি রায়নার বাঁধগাছায় ও সেখ হিরুর বাড়ি বেলসর এলাকায়। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয়।                                                                           


পুলিশের প্রাথমিক অনুমান, বিভিন্ন সময় জাতীয় সড়ক বা রাস্তার উপর দাঁড়িয়ে থাকা গাড়ির ওয়েল ট্যাঙ্ক থেকে তেল কাটিং করে বিক্রি করত অভিযুক্তরা। যেখানে নিরাপত্তার তোয়াক্কাও করা হত না। ধৃতদের বিরুদ্ধে ৩৭৯, ৪১১, ৪২০, ১২০বি, এবং অত্যাবশকীয় পণ্য আইনের ৭ এর ১ ও ২ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে রায়না থানার পুলিশ।                                           


আরও পড়ুন, সন্দেশখালি থেকে গ্রেফতার সাংবাদিককে ৩ দিনের পুলিশি হেফাজত, সব মহলে নিন্দার ঝড়