কলকাতা: সন্দেশখালিতে ইডি আক্রান্ত হওয়ার পর থেকেই অশান্ত গোটা এলাকা সহ রাজ্য রাজনীতি। এরই মধ্যে সোমবার সন্দেশখালি থেকে রিপোর্টিংয়ের সময়ই রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে বেনজিরভাবে গ্রেফতার করল পুলিশ। কর্তব্যরত এক সাংবাদিককে এভাবে গ্রেফতারে তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে এবিপি আনন্দ। অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছি আমরা। 


বসিরহাটের এসপি-র দাবি, এক মহিলার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয়েছে সাংবাদিক সন্তু পানকে। কিন্তু প্রশ্ন একটাই। কোনও তদন্তের আগেই, কোনও নোটিস না পাঠিয়েই, এক কর্তব্যরত সাংবাদিককে তড়িঘড়ি এভাবে গ্রেফতার করা হল কেন?


রাজ্য পুলিশের এডিজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার এদিন বলেন, 'কোন আইনজ্ঞ কী বলেছেন জানা নেই। আইনের সমস্ত প্রথাগত ধারা, কোন আইনে নোটিস দিতে হয় , না দিতে হয় সমস্ত বিবেচনা করে অভিযোগ আমরা পাওয়ার পর প্রাথমিক এনকোয়ারি করে যথেষ্ট তথ্য নিয়ে আমরা নিশ্চিত হই ইনি-ই সেই অভিযুক্ত। তখনই আমরা গ্রেফতারের পথে যাই। 165 CRPC ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে অভিযোগকারিণী গোপন জবানবন্দী দিয়েছেন, তা নথিভুক্ত হয়েছে। মাননীয় আদালত তিন দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে সংশ্লিষ্ট অভিযুক্ত সাংবাদিককে।'  


এদিকে, রাষ্ট্রপতি শাসন জারির প্রয়োজন বলে মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী। সন্তু পানের পাশে দাঁড়াতে নিজের X হ্যান্ডেলের প্রোফাইল ছবি ২৪ ঘণ্টার জন্য কালো করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা জানিয়েছেন, সন্দেশখালির নিগৃহীতা মাতৃশক্তির খবর জনসমক্ষে তুলে ধরার জন্য রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে মমতা পুলিশ গ্রেফতার করেছে। এই বেআইনি গ্রেফতারের মাধ্যমে সংবাদমাধ্যমের কন্ঠরোধ করার নক্কারজনক প্রচেষ্টার প্রতিবাদে আমি আমার সমস্ত অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার প্রোফাইল ছবি ২৪ ঘন্টার জন্য কালো করলাম।



এবিপি আনন্দ রয়েছে, সংবাদকর্মী সন্তুর পাশে।  এবিপি আনন্দর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সুমন দে তাঁর X হ্যান্ডেলে বার্তা দিয়েছেন, 'সন্তু পান আমার সতীর্থ। সন্তু পান আমার স্বজন। সন্তু পান আমার ভাই। কর্তব্যরত সাংবাদিকের নজিরবিহীন গ্রেফতারিতে ধিক্কার। অবিলম্বে মুক্তি দিতে হবে সন্তুকে। অভিযোগ থাকলে তদন্ত হোক। কিন্তু সব প্রতিবাদী সাংবাদিককে ভরার মতো যথেষ্ট জায়গা আছে তো রাজ্যের জেলে?' 






আরও পড়ুন, রিপোর্টিংয়ের সময়ই গ্রেফতার রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পান, অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছে এবিপি আনন্দ