UPSC Exam: বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে পরীক্ষার্থীরা আসেন UPSC পরীক্ষা দিতে। কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ শিক্ষক কেউ আবার বিজ্ঞান পড়তে পড়তে সিভিল সার্ভিসে আসার জন্য চেষ্টা করছেন। কিন্তু মডেলিং থেকে সোজা আইএএস অফিসার ? এও কি সম্ভব ? অসম্ভবকে সম্ভব করেছেন তাসকিন খান। উত্তরাখণ্ডের তাসকিন খান। একসময় মিস ইন্ডিয়া হতে চেয়েছিলেন। আজ তিনিই সফল IAS অফিসার।


পদার্থবিদ্যা থেকে হিউম্যানিটিজ সমস্ত বিষয়ের থেকেই উৎসাহী প্রার্থীরা আসেন সিভিল সার্ভিসে। কেউ আইপিএস, কেউ আইএএস হয়ে ওঠেন, কেউ আবার আইআরএস উত্তীর্ণ হন কঠোর পরিশ্রমের পর। মডেলিংয়ের জগত থেকে একেবারে সিভিল সার্ভিসের জগতে পা দিয়ে চমকে দিয়েছেন তাসকিন খান। আর এভাবেই এক অন্যতম দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।


দেরাদুনে বড় হয়ে উঠেছেন তাসকিন খান। ছোটবেলা থেকেই মডেল হতে চেয়েছিলেন তাসকিন খান। এমনকী মিস দেরাদুন এবং মিস উত্তরাখণ্ড পুরস্কারেও ভূষিত হন তাসকিন খান। অর্থনৈতিক অভাব ছিল, কিন্তু তারপরেও নিজের লক্ষ্যে অবিচল থেকে সফল আইএএস হয়ে ওঠেন তাসকিন। কিন্তু মডেলিংয়ের জগত ছেড়ে সিভিল সার্ভিসের দিকে মনোনিবেশ করেন তিনি। অ্যাকাডেমিক্সে পা রেখে ইউপিএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তাসকিন। খেলাধুলার জগতেও উল্লেখযোগ্য ভূমিকা রাখেন তাসকিন। জাতীয় স্তরের বাস্কেটবল চ্যাম্পিয়ন ছিলেন তাসকিন এবং একইসঙ্গে একজন তার্কিকও ছিলেন। সমাজমাধ্যমে তাঁর অনুরাগীর সংখ্যা কম নয়। প্রায় আড়াই লক্ষ মানুষ তাঁকে ফলো করেন সমাজমাধ্যমে। তাঁর মিমিক্রি স্কিলও কম কিছু ছিল না। একইসঙ্গে সৌন্দর্য এবং ব্যতিক্রমী বুদ্ধিমত্তার জন্য তিনি যথেষ্ট সমাদৃত।


দেরাদুন থেকে মুম্বইতে চলে আসেন তিনি পড়াশোনায়। হজ হাউসে থেকে তিনি পড়াশোনা করতেন। তারপর ইউপিএসসির প্রস্তুতি নেওয়ার জন্য তিনি চলে আসেন দিল্লিতে। তিন তিনবার পরীক্ষা দিয়েছিলেন তাসকিন খান। তিনবারই ব্যর্থ হন তাসকিন। তারপরেও অটল ছিলেন লক্ষ্যে। আরও একবার পরীক্ষায় বসেন তিনি। আর চতুর্থবারের পরীক্ষাতেই ২০২০ সালে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তাসকিন খান। সারা দেশের মধ্যে ৭৩৬ র‍্যাঙ্ক অর্জন করেন তাসকিন।


এক সাক্ষাৎকারে তাসকিন জানিয়েছেন যে অষ্টম শ্রেণি পর্যন্ত গণিতে খুব একটা ভাল ছিলেন না তিনি। দশম এবং দ্বাদশ শ্রেণিতে তিনি ৯০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হন তাসকিন। জীবনের পরিশ্রম আর স্বপ্নের খতিয়ান দিয়ে তাসকিন বুঝিয়ে দিয়েছেন যে ইচ্ছে থাকলে সবই করা সম্ভব।


আরও পড়ুন: OIL Recruitment: অয়েল ইন্ডিয়ায় ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, বেতন শুরু ৮০ হাজার থেকে - কারা আবেদনের যোগ্য ?


Education Loan Information:

Calculate Education Loan EMI