রানা দাস, পূর্ব বর্ধমান: মৃত ব্যক্তিদের নামে আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ। ফের আবাস-দুর্নীতির (Awas Yojona Scam) অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কালনার (Kalna) নান্দাই গ্রাম পঞ্চায়েতে।
কী অভিযোগ?
কেউ মারা গেছে ৬ বছর, কেউ ৮ বছর আগে। অভিযোগ, এই সমস্ত মৃত ব্যক্তিদের নামে আসা আবাস যোজনার ১ লক্ষ ২০ হাজার টাকা অন্য কেউ তুলে নিয়েছে। প্রধানের বিরুদ্ধে বিডিও-র কাছে অভিযোগ দায়ের হয়েছে। দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি নান্দাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান (TMC)। তৃণমূল এখন মৃত ব্যক্তিদের নামে আসা টাকাও আত্মসাৎ করছে, কটাক্ষ বিজেপির।
কী অভিযোগ তৃণমূল?
দুর্নীতির অভিযোগ দল বরদাস্ত করবে না, প্রতিক্রিয়া তৃণমূলের। দিনকয়েক আগে নান্দাই গ্রাম পঞ্চায়েতে বিশেষভাবে সক্ষম ব্যক্তির নামে আসা আবাস যোজনার টাকা তুলে নেওয়ার অভিযোগ ওঠে।
আরও পড়ুন, হেনস্থা করছে তপন কান্দুর পরিবারই, পাল্টা অভিযোগ তৃণমূল কর্মীর
পুরুলিয়ার ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দুর হত্যাকাণ্ডের রহস্যভেদ এখনও হয়নি। তার সঙ্গেই খুনের প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের মৃত্যুর কিনারাও এখন হয়নি। এরই মধ্যে নিহত কংগ্রেস কাউন্সিলরের ছেলেকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীর বিরুদ্ধে। সেই তৃণমূল কর্মী এবার পাল্টা তপন কান্দুর পরিবারের বিরুদ্ধে চাপ সৃষ্টির অভিযোগ করলেন। হুমকিতে অভিযুক্ত তৃণমূল কর্মী ভীম তিওয়ারি বলেন, 'আমার ওপর প্রেসার ক্রিয়েট করছে, আমি মানসিক ভাবে বিপর্যন্ত, নিরঞ্জনের মতো হবে কি না জানি না।' এদিনই ঝালদার ২ নম্বর ওয়ার্ডে উপনির্বাচনের দাবিতে রাজ্য নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে কংগ্রেস।