কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: চার চাকা নিয়ে স্যুট-বুট পরে মন্দিরে (Temple) ঢুকল  চোর। এরপর মন্দিরের তালা ভেঙে প্রণামী বাক্স নিয়ে তারপর আবার গাড়িতে করেই দিল চম্পট। সমগ্র ঘটনা সিসি টিভি (CCTV) ক্যামেরা (Camera) বন্দি হয়েছে  বলে জানা গিয়েছে। যদি স্থানীয়দের অভিযোগ, চুরি করে সরকারি (Govt) দফতরে বসে সেখান থেকেই পালিয়েছে চোর।  


পেট্রোল, ডিজেলের আকাশছোঁয়া দ্রব্যমূল্যের সময়ে চোরের এ হেন কীর্তিতে কিছুটা হতবাক স্থানীয়রা। গাড়ি নিয়ে এসে এমন চুরিতে এলাকায় চাঞ্চল্যও ছড়িয়েছে। বর্ধমান শহরের ৩ নং ইছলাবাদের ইছলাবাদ অ্যাথেলেটিক ক্লাব লাগোয়া ভবতারিণী (কালি) মন্দিরের ঘটনা। ঘটনাস্থলে গিয়েছে বর্ধমান থানার পুলিশ।                                      


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিসিটিভিতে দেখা যাচ্ছে গতরাতে আনুমানিক ২ টো ৪০ মিনিট নাগাদ ক্লাবের সামনে একটি সাদা রঙের চারচাকা গাড়ি এসে দাঁড়ায়। গাড়ি থেকে এক ব্যক্তি নেমে প্রথমে মন্দিরের তালা ভাঙে তারপর মন্দিরের ভিতর থেকে  প্রণামী বাক্স নিয়ে আবার গাড়ি নিয়েই চম্পট দেয়।


আরও পড়ুন, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্যকে অপসারণের নির্দেশ হাইকোর্টের


সকালে সিসিটিভি ফুটেজ দেখে চোরের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ ও ক্লাবের সদস্যরা। গাড়ির সন্ধান মিললেও চোরের খোজে তল্লাশি চালাচ্ছে বর্ধমান থানার পুলিশ।                                   


স্থানীয়দের অভিযোগ, "গাড়ির খোঁজ করতে গিয়ে দেখা গিয়েছে সরকারি দফতরে বসে রয়েছে গাড়ির মালিক। অভিযোগ, বর্ধমান অরবিন্দ স্টেডিয়ামে রয়েছে ক্রীড়া দফতর। সরকারি জায়গা এটা। কীভাবে সিকিউরিটি তালা খুলে তাঁকে বের করে দিলেন সেটা ভাবার বিষয়। সরকারি জায়গাই যদি চোরের বাসা হয় তাহলে কীভাবে কী হবে? যারা চুরি করছে তাঁরা সরকারি জায়গায় বসে আছে কী করে?"