রানা দাস, পূর্ব বর্ধমান: ফের সোনার দোকানে দুষ্কৃতী হামলা। সাটার ভেঙে দু'লক্ষ টাকার গহনা চুরি করে পালাল দুষ্কৃতীরা। সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দেয় তারা। শীতের রাতে এমন চুরির ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। পূর্বস্থলী দু'নম্বর ব্লকের কালেখাতলা এক পঞ্চায়েতের কালিকাতলা বাজার এলাকার ঘটনা। 


বুধবার রাতের অন্ধকারে সর্বস্ব খোয়া গিয়েছে। তখনও কিছুই টের পাননি। পরের দিন, বৃহস্পতিবার সাত সকালে ওই দোকানের মালিক তরুণ কর্মকার খবর পান তার দোকানে চুরি হয়ে গিয়েছে। তড়িঘড়ি দোকানে পৌঁছন। এসে দেখেন তাঁর দোকানের সাটার খোলা এবং দোকানের ভেতরের জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। লুঠ হয়েছে মূল্যবান সামগ্রী।


ওই দোকানদারের দাবি ৫০ থেকে ৬০ গ্রাম সোনার পাশাপাশি ৪ কিলোর উপর রূপো এবং আনুমানিক দু'লক্ষ টাকা খোয়া গিয়েছে। প্রমাণ লোপাটের উদ্দেশে দোকানে থাকা সিসিটিভি ফুটেজের হার্ডডিস্কও খুলে নিয়ে চলে যায় দুষ্কৃতীরা। ঘটনার পর এলাকায় ছড়িয়েছে ব্যাপক আতঙ্ক। পর দিন সকালেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পূর্বস্থলী থানার পুলিশ। তদন্ত শুরু হয়েছে। কোনও সূত্র ধরে দুষ্কৃতীদের খুঁজে পাওয়া যায় কিনা, সেই খোঁজও চলছে। 


চাঁচলে সোনার দোকানে ডাকাতি: এর আগেও একাধিকবার সোনার দোকানে ডাকাতির ঘটনা প্রকাশ্যে এসেছে। বড়দিনের সন্ধ্যায় চাঁচলে সোনার দোকানে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। সব নিয়ে গ্রেফতারের  সংখ্যা বেড়ে হয় চার। সন্ধে ৭টা ১৫ নাগাদ চাঁচলের ঢাকা জুয়েলার্সে প্রথমে ক্রেতা সেজে ঢোকে তিনজন দুষ্কৃতী। তাঁদের মধ্যে ১ জনের মাথায় ছিল হেলমেট। সাধারণ হুডি ও টুপি পরে ঢোকে বাকি ২ জন। ঢুকেই, কর্মীদের গানপয়েন্টে রেখে শুরু হয়ে যায় লুঠপাট। কয়েক সেকেন্ড পর সেখানে ঢোকে হেলমেট পরা আরেক দুষ্কৃতী। বন্দুক হাতে তাণ্ডব শুরু করে সেও। শোকেস তছনছ করে বের করে নেওয়া হয় সব গয়না। সেই সময় এক কোনায় সিঁটিয়ে থাকতে দেখা যায় দোকানের ৬ কর্মীকে। ভিতরে যখন অপারেশন চলছে, তখন বাইরে পাহারা দিচ্ছিল আরেক দুষ্কৃতী। 


মন্দির থেকে সোনার গয়না চুরি: রাজ্যে একের পর এক ডাকাতির খবর প্রকাশ্যে এসেছে গত কয়েকমাসে। সম্প্রতি শীতের রাতে জগৎবল্লভপুরের মন্দির থেকে সোনার গয়না চুরি যায়। ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ গ্রামবাসী টায়ার জ্বালিয়ে হাওড়া-আমতা রোড অবরোধ করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। জগৎবল্লভপুর থানা এলাকার মুন্সিরহাট নরেন্দ্রপুর আনন্দমঠ আশ্রমের ঘটনা। গতকাল গভীর রাতে কে বা কারা আনন্দমঠের মন্দিরে কালী মূর্তির সোনার গয়না চুরি করে চম্পট দেয়। স্থানীয়দের অভিযোগ, ২ লক্ষ টাকার বেশি মূল্যের সোনা ও রুপোর গয়না সহ অন্যান্য সামগ্রী চুরি হয়েছে।