কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: একই রাতে বর্ধমান শহরের তিনটি স্কুলে (East Burdwan School) পরপর চুরি। দরজার তালা ভেঙে স্কুলে ঢুকে প্রধান শিক্ষকেরর ঘর ও স্টাফরুমে ঢোকে চোরেরা। একটি স্কুল থেকে ৭ হাজার টাকা নিলেও বাকি স্কুলে আলমারির তালা ভাঙলেও কিছু খোওয়া যায়নি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের।


তিনটি স্কুলে পরপর চুরি: গতকাল রাতে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে খাজা আনোয়ার শহিদ বেড় হাই স্কুল, তেজগঞ্জ হাই স্কুল ও তেজগঞ্জ প্রাইমারি স্কুলে। স্কুল সূত্রে জানা গেছে,তেজগঞ্জ প্রাইমারি স্কুল থেকে প্রায় ৭ হাজার টাকা নিয়ে চম্পট দেয় চোরেরা। এছাড়াও তিনটি স্কুলেরই সমস্ত নথি তছনছ করে দেওয়া হয়। তেজগঞ্জ প্রাইমারি স্কুলের সহ শিক্ষক প্রসুন চন্দ্র দাস জানান, সকালে স্কুলের এক কর্মীর কাছে খবর পেয়ে স্কুলে এসে দেখি তালা শাবল দিয়ে ভাঙা এবং ভিতরের সমস্ত আলমারিও ভাঙা। আলমারি ভেঙে ৭ হাজার টাকা নিয়েছে এবং আলমারিতে থাকা সমস্ত নথি তছনছ করে দিয়েছে। তেজগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষক ও খাজা আনোয়ার শহিদ হাই স্কুলের টিচার ইনচার্জ জানান, স্কুলের অফিসের সমস্ত আলমারি ভেঙে লথিপত্র তছনছ করা হয়েছে। কিন্তু কোনও টাকা পয়সা খোয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।


চলতি বছর এপ্রিল মাসে ভয়াবহ চুরির ঘটনা ঘটে কলকাতা (Kolkata) মালদাগামী (Malda) গৌড় এক্সপ্রেসে (Gour Express)। সর্বস্ব হারিয়ে রেল পুলিশে যাত্রী নিরাপত্তা নিয়ে অভিযোগও জানান তিনি। সৌমেন্দ্র নারায়ণ ঘোষ নামে এক ব্যক্তি কলকাতা থেকে মালদা যাচ্ছিলেন গৌড় এক্সপ্রেসে। এসি টু টায়ারে এ থ্রি কোচে ওঠেন তিনি। রাত সাড়ে ১১ টা নাগাদ তিনি ঘুমিয়ে পড়েন এবং ৩টে ৫৮ নাগাদ তার ঘুম ভাঙে তাঁর। পাকুড় ঢোকার মুখে তখন ট্রেন। দেখতে পান কেউ বা কারা তার ব্যাগে থাকা চারটি মোবাইল ও নগদ ৬৮ হাজার টাকা নিয়ে চম্পট দেয়। এরপর তিনি পুলিশে জানান এবং মালদা টাউন স্টেশনে এসে জিআরপিতে অভিযোগ জানান।                             


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Dr Anirban Datta Death: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের চিকিৎসকের মৃত্যুতে বাড়ছে রহস্য, FIR দায়ের প্রাক্তন স্ত্রীর