রানা দাস, পূর্ব বর্ধমান: শিক্ষা দুর্নীতি নিয়ে রাজ্যজুড়ে তোলপাড়ের মাঝেই এবার স্কুলে গরহাজিরার অভিযোগে শাস্তির কোপে শাসকদলের দাপুটে নেতা। নিয়মিত স্কুলে যান না, অথচ রোজই দেখা যায় পুরসভায়। এই অভিযোগেই এবার বদলি করা হল কালনা পুরসভার ভাইস চেয়ারম্যানকে। বাড়ি থেকে ৬৫ কিলোমিটার দূরের স্কুলে বদলি করে দেওয়া হল তাঁকে। ইনি তপন পোড়েল।
আবার কালনার খাঁপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকও তিনি। কিন্তু অভিভাবকদের অভিযোগ, নিয়মিত স্কুলে আসেন না প্রধান শিক্ষক। অথচ, প্রায়শই তাঁকে পাওয়া যায় কালনা পুরসভায়।
এ নিয়ে, জেলা প্রাথমিক শিক্ষা দফতরে অভিযোগ জানান অভিভাবকদের একাংশ। এমনকি, তপন পোড়েলকে কালনা পুরসভায় কতক্ষণ পাওয়া যায়, তা জানতে চেয়ে RTI-ও করা হয়। এই হল সেই RTI-এর উত্তর।
যেখানে বলা হয়েছে, সাধারণত অন্য কোনও কাজ না থাকলে, তাঁকে সকাল ১০টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত পুরসভায় নিজের অফিসে পাওয়া যায়। এই প্রেক্ষাপটে তপন পোড়েলের বিরুদ্ধে তদন্ত শুরু করে জেলা প্রাথমিক শিক্ষা দফতর। মাস দুয়েক আগে তাঁকে ডেকে তাঁর বক্তব্যও শোনা হয়।
আরও পড়ুন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে নতুন ইউনিট ঘোষণা TMCP-র, সভাপতি হলেন রাজন্যা হালদার
এই পরিস্থিতিতে গত ১৬ অগাস্ট তপন পোড়েলকে ভাতারের বেরোয়া প্রাথমিক বিদ্যালয়ে বদলির নির্দেশিকা জারি করে জেলা প্রাথমিক শিক্ষা দফতর। ২৬ অগাস্টের মধ্যে তাঁকে নতুন স্কুলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। বর্ধমানের জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান মধুসূদন ভট্টাচার্য বলেন, 'অভিযোগ করেছিল অভিভাবকরা। তদন্ত হয়। সেখানে শিক্ষাঙ্গনে অসুবিধা হচ্ছিল, সেই কারণে বদলি। মুখ্যমন্ত্রীর নির্দেশ সব জায়গায় স্বচ্ছতা রাখতে হবে। সেটাই বজায় রাখা হয়েছে।'
কালনায় তপন পোড়েলের বাড়ি থেকে খাঁপুর প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব ছিল ১২ কিলোমিটার। তবে বর্ধমানে তাঁকে ভাতারের যে বেরোয়া প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়েছে, তাঁর দূরত্ব বেড়ে হল ৬৫ কিলোমিটার। এখানেই প্রশ্ন উঠছে, একসঙ্গে কীভাবে দুটি দায়িত্ব পালন করবেন এই তৃণমূল নেতা?যদিও এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান ও প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক তপন পোড়েল। তবে তিনি জানিয়েছেন, জেলা শিক্ষা দফতরের যে নির্দেশ পেয়েছেন, সেই অনুযায়ী কাজ করবেন।