Honda মোটরসাইকেল স্কুটার অ্যান্ড ইন্ডিয়া (HSMI)দেশের বাজারে তার OBD2 নিয়মে সজ্জিত Honda Livo 2023 বাইক লঞ্চ করেছে৷ কোম্পানি এই বাইকের দাম রেখেছে 78,500 টাকা এক্স-শোরুম। এই এন্ট্রি লেভেল কমিউটার বাইক দুটি ভেরিয়েন্টে (ড্রাম ও ডিস্ক) কেনা যাবে।


Honda Motorcycle & India এই বাইকে 10 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। যার মধ্যে 3 বছরের জন্য স্ট্যান্ডার্ড এবং 7 বছরের জন্য ঐচ্ছিক বর্ধিত ওয়ারেন্টি দেওয়া হচ্ছে।


নতুন হোন্ডা লিভো 2023-এর ডিজাইন ও বৈশিষ্ট্য
নতুন Honda Livo বাইকে ইন্টিগ্রেটেড ইঞ্জিন স্টার্ট/স্টপ সুইচের পাশাপাশি এর ফুয়েল ট্যাঙ্ক ও হেডল্যাম্পে নতুন গ্রাফিক্স রয়েছে। এছাড়াও এতে রয়েছে নতুন ডিসি হেডল্যাম্প, ৬৭৫ এমএম লম্বা সিট, টিউবলেস টায়ার, সার্ভিস ডিউ ইন্ডিকেটর ও ১৮ ইঞ্চি অ্যালয় হুইল।


নতুন Honda Livo 2023 সাসপেনশন ও ব্রেকিং সিস্টেম
সাসপেনশন সম্পর্কে বলতে গেলে Honda Livo 2023 বাইকে রয়েছে 5 স্টেপ অ্যাডজাস্টেবল রেয়ার সাসপেনশন। এছাড়াও বাইকে কম্বি ব্রেকিং সিস্টেম (সিবিএস) ও ইকুয়ালাইজার দেওয়া হয়েছে।


নতুন হোন্ডা লিভো 2023 ইঞ্জিন
Honda Livo 2023 বাইকটিতে 109.5cc এয়ার-কুলড ইঞ্জিন ফুয়েল ইনজেকশন ও সাইলেন্ট স্টার্টের জন্য ACG স্টার্ট মোটর রয়েছে। এর ইঞ্জিন 8.5 hp শক্তি এবং 9.30 Nm পিক টর্ক জেনারেট করে, যা একটি 4 গতির গিয়ারবক্সের সঙ্গে যুক্ত।


কাদের সঙ্গে হবে প্রতিযোগিতা
দেশের বাজারে Honda Livo 2023-এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাকারী বাইকগুলির মধ্যে রয়েছে Hero Splendor Plus, TVS Radeon, TVS Star City Plus এবং Bajaj Platina ।


Auto : প্রতিযোগীরা বাজার গ্রাস করছে দেখে এবার পিক আপ ট্রাকের মার্কেটে ঢুকছে Mahindra। সম্প্রতি কোম্পানি নতুন পিক-আপের কনসেপ্ট মডেল প্রকাশ করেছে। পাশাপাশি পরবর্তী প্রজন্মের আরও প্রিমিয়াম পণ্য আনতে চলেছে কোম্পানি।


নতুন এই পিক-আপ ট্রাকটি কোম্পানির জনপ্রিয় Scorpio N প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। একই প্লাটফর্মে তৈরি হলেও দেখতে স্করপিও SUV-র তুলনায় কিছু মূল পার্থক্য রয়েছে এই গাড়ির।


Mahindra Pik-up Truck: কেমন দেখতে হবে ডিজাইন ?
পিক-আপ হল একটি ডাবল ক্যাব ট্রাক যা  প্রিমিয়াম সেগমেন্টে লঞ্চ করতে চলেছে Mahindra। কোম্পানি লাইফস্টাইল অফার হিসেবে এই গাড়ি আনতে চলেছে। যদিও এখনও এটি কেবল কনসেপ্ট আকারেই প্রকাশ করেছে কোম্পানি। পিক-আপটি স্করপিও এন-এর মতো বুচ ফেস সহ পেশিবহুল হবে। এন-এর থেকে আরও আক্রমণাত্মক স্টাইলিং পাবে এই ট্রাক। টেলল্যাম্পগুলিও ফিউচারিস্টিক রাখা হয়েছে। তবে এই বৈশিষ্ট্য়গুলি উত্পাদন মডেলে থাকবে কিনা তা এখনও পরিষ্কার নয়।


আরও পড়ুন : Aadhaar Update: আধার নিয়ে হোয়াটসঅ্যাপে আসছে এই বার্তা,ফাঁদে পা দিলেই ভোগান্তি !


Car loan Information:

Calculate Car Loan EMI