বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: গোটা বিশ্ব জুড়ে করোনার সংক্রমণ রুখতে যখন ভ্যাকসিনেশন, মাস্ক পরা, দূরত্ববিধি মানার ওপর জোর দেওয়া হচ্ছে তখন এধরণের সাইনবোর্ড দিয়ে চলছে মাদুলি বিক্রি। ইনি পূর্ব মেদিনীপুরের হলদিয়ার সুতাহাটার বাসিন্দা সৈয়দ আব্দুল কাদের। মানুষের অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে করোনা আবহে মাদুলি বিক্রির ব্যবসা ফেঁদে বসেছেন। রীতিমত সাইনবোর্ড করে চলছে তার এই মাদুলির কারবার।
মাদুলি বিক্রেতা সৈয়দ আব্দুর কাদের বলেন, "আমার মাদুলীতেই এই সমস্যা থেকে মুক্তি সম্ভব। ইতিমধ্যেই বিভিন্ন এলাকা থেকে এসে বহু মানুষ এই মাদুলি নিয়েছেন। তাঁরা সকলেই সুস্থ আছেন।" এসব বুজরুকি ছাড়া আর কিছুই নয়, দাবি বিজ্ঞান মঞ্চের।
পূর্ব মেদিনীপুরের বিজ্ঞান মঞ্চের সহ সভাপতি সুব্রত মাইতি বলেন, "করোনা একটি জীবানুবাহিত রোগ। মাস্ক পরা, একটানা চিকিৎসা, ভ্যাকসিন নেওয়ার মতো গাইডলাইন মেনে চললেই এই রোগ নিরাময় সম্ভব। তবে মাদুলি বা তুকতাক দিয়ে এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই অসম্ভব। মানুষের অন্ধবিশ্বাসকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি এমন কারবার চালাচ্ছে। প্রশাসনের উচিত এখনই এই কারবার বন্ধ করা। অন্যথায় বহু মানুষ এই প্রতারণার শিকার হয়ে যাবেন।"
হলদিয়ার মহকুমাশাসক জানিয়েছেন, বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, আরেক জেলা হুগলিতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় তৎপর প্রশাসন। সিঙ্গুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় সমস্ত দোকান, বাজার কাল ও মঙ্গলবার, পরপর ২ দিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হল। রবিবার সকাল থেকে পঞ্চায়েতের তরফে সিঙ্গুর বাজার-সহ বিভিন্ন এলাকায় মাইকে প্রচার চালানো হয়। ব্যবসায়ীদের কাছে ২ দিন দোকান বন্ধ রাখার অনুরোধ। করোনার বাড়বাড়ন্ত ঠেকাতে এই উদ্যোগ জরুরি ছিল, প্রতিক্রিয়া ব্যবসায়ীদের।