কলকাতা: ২০১৪ সালের ১৭ জানুয়ারি মুক্তি পায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherji) জনপ্রিয় ছবি 'জাতিস্মর' (Jaatishwar)। দেখতে দেখতে সেই দিনের ৮ বছর পার। সেই সময়ে প্রবলভাবে জনপ্রিয় হয়ে ওঠে এই ছবি। এই বিশেষ দিনটিকে স্মরণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন পরিচালক।
সোমবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, 'বিভিন্ন সময়ে, আমাদের টিম সৌভাগ্যবান হয়েছে যে কোনও একটি ছবি কেউ কেউ এত বেশি পছন্দ করেছেন যে তাঁদের মতে এটিকে আরও ভাল করা আমার পক্ষে অসম্ভব। আমার জন্য সেরকম হয়তো বাইশে শ্রাবণ, চতুষ্কোণ বা নির্বাক, কারও জন্য হেমলক সোসাইটি, অটোগ্রাফ বা রাজকাহিনী, এবং কারও ক্ষেত্রে এক যে ছিল রাজা, ঊমা, ভিঞ্চি দা বা গুমনামী। কিন্তু প্রত্যেক দিনই আমি বুঝতে পারি এক বিশাল সংখ্যক মানুষের কাছে এমন ছবি হচ্ছে "জাতিস্মর", যার আজ ৮ বছর পূর্ণ হচ্ছে। স্মৃতির মিউজিক্যালস, সত্যিই।'
তাঁর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন বহু অনুরাগী। অনেকে ৮ বছর আগে মুক্তি পাওয়া এই ছবি নিয়ে আনন্দ, ভালবাসা, শ্রদ্ধা প্রকাশ করেছেন।
সৃজিতের এই জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, আবীর চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় প্রমুখ। এই ছবির গান সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছিল।
কিছুদিন আগেই করোনা মুক্ত হয়েছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। গত মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে করোনা নেগেটিভ হওয়ার খবর দেন নিজেই।
এদিন নিজের ফেসবুক অ্যাকাউন্টে সৃজিত লেখেন, 'অবশেষে কোভিড নেগেটিভ (Covid Negative) হয়েছি। দ্রুত আরোগ্য কামনা করার জন্য সকলকে ধন্যবাদ, চিন্তিত জিজ্ঞাসাবাদের জন্য ধন্যবাদ। এমনকী মৃত্যু কামনা করার জন্যও ধন্যবাদ।' তাঁর পোস্টে স্বস্তি প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির অনেকেই। মজা করে উত্তর দিয়েছেন কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ও।