নয়াদিল্লি: নৃত্য জগতে অপূরণীয় ক্ষতি। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কত্থক-গুরু বিরজু মহারাজ (Birju Maharaj)। তাঁর স্মৃতির উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন করলেন একাধিক বলিউড তারকা। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার্ঘ করিনা কপূর খান (Kareena Kapoor Khan), হেমা মালিনী (Hema Malini) থেকে শুরু করে আরও অনেকে। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ৮৩ বছরের কিংবদন্তি নৃত্যশিল্পীর।


বলিউড তারকা করিনা কপূর খান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শোক প্রকাশ করেন। পণ্ডিতজির একটি ছবি শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'আত্মার শান্তি কামনা করি'।




বর্ষীয়াণ অভিনেত্রী ও নৃত্যশিল্পী হেমা মালিনী ইনস্টাগ্রামে মহারাজজির একটি ছবি পোস্ট করেন। 'ড্রিম গার্ল' লেখেন, 'দেশবাসী একজন সত্যিকারের কিংবদন্তি, শ্রী বিরজু মহারাজ, কত্থকের প্রতিশ্রুতিকারকে হারানোর জন্য শোক প্রকাশ করছে। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তাঁর ঘুঙুর তাঁর পায়েই ছিল। কত্থকের একজন বড় মাপের শিল্পী হিসেবে আমি তাঁকে চিরকাল ভালবেসেছি ও  শ্রদ্ধা করেছি এবং এবার নৃত্য জগতে তাঁর অনুপস্থিতিতে তাঁকে খুব মনে পড়বে।'


 






বর্ষীয়াণ চলচ্চিত্র পরিচালক সুভাষ ঘাই ট্যুইট করে শ্রদ্ধা জানান। সেই দিনগুলির কথা মনে করেন তিনি কলেজ ফেস্টিভ্যালের আয়োজন করেছিলেন যেখানে মহারাজজি পারফর্ম করেছিলেন। তিনি লেখেন, 'আমি শিখেছি 'নাচ' মানে শরীর কিন্তু আত্মা হল চোখে। তাই তিনি কত্থকের জগৎগুরু ছিলেন।'


 






মহারাজজির মৃত্যুতে শোক প্রকাশ করা সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মধ্যে ছিলেন সরোদ বাদক, ওস্তাদ আমজাদ আলি খান সাহেব। টুইট করেছেন তিনি যে এটি ভারতীয় নৃত্য এবং কত্থকের একটি যুগের সমাপ্তি। তিনি লেখেন, 'আমার জন্য এটা একটা ব্যক্তিগত ক্ষতি।' তাঁর ট্যুইটের সঙ্গে একটি অদেখা পুরনো ছবি পোস্ট করেছেন আমজাদ আলি খান।


 






"শতরঞ্জ কি খিলাড়ি" ছবিতে সত্যজিৎ রায়ের সঙ্গে কাজ করেছেন। বলিউডে "দেবদাস", "বাজিরাও মাস্তানি", "উমরাও জানের" মতো ছবিতে বিরজু মহারাজের কোরিওগ্রাফি নজর কাড়ে। শিষ্য ও অনুগামীরা তাঁকে পণ্ডিতজি বা কখনো কখনো মহারাজজি বলে ডাকতেন।


এক জন দক্ষ গল্পকার। পণ্ডিত বিরজু মহারাজ তাঁর পারফরম্যান্সকে জীবনের ঘটনার সঙ্গে মিশিয়ে দিতেন। আর এভাবেই দর্শকদের মন্ত্রমুগ্ধ করে রাখতেন। এছাড়াও জীবনকে তীক্ষ্ণভাবে পর্যবেক্ষক করায়, প্রতিদিনের ঘটনা সম্পর্কে তাঁর সবসময় কিছু বলার থাকত। তাঁর চারপাশের লোকেদের বাস্তবসম্মত অনুকরণ এবং প্রাণবন্ত বর্ণনা দিয়ে বিনোদন দিতেন।