বিটন চক্রবর্তী, মেছেদা: হলদিয়া-মেচেদা জাতীয় সড়কে জেলাশাসকের দফতরের সামনে নিমতৌড়ি এলাকায় ছটি গাড়িতে প্রায় শতাধিক গরু (cattle) সহ ২৫ জনকে আটক করল তমলুক থানার পুলিশ (Tamluk police)। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।


স্থানীয় সূত্রে জানা গেছে,পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে পশ্চিম মেদিনীপুরের পিংলা যাওয়ার পথে একটি লরি ও পাঁচটি ছোট ট্রাক ভর্তি প্রায় একশোরও বেশি গরুকে আটক করল তমলুক থানার পুলিশ। মঙ্গলবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার নরঘাট এলাকা থেকে এই পাঁচটি গাড়ি হলদিয়া মেচেদা জাতীয় সড়ক ধরে পশ্চিম মেদিনীপুরে পিংলা যাচ্ছিল। 


আরও পড়ুন: Mamata Banerjee: 'কেন খবর পাচ্ছে না পুলিশ? কেন যাচ্ছে দেরি করে?' গণপিটুনির ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী


তমলুক থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তমলুক থানার নিমতৌড়ি এলাকায় গাড়িগুলিকে আটক করে। পরে গাড়িতে থাকা লোকদের জিজ্ঞাসাবাদ করে জানা যায়, পশ্চিম মেদিনীপুরে পিংলার লক্ষীবাড়ি এলাকায় এই গরুগুলি নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই আটক করে তমলুক থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তমলুকে সিআই এবং তমলুক থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। ছটি গাড়ি সহ মোট ২৫ জনকে আটক করেছে তমলুক থানার পুলিশ। গরুগুলিকে কোথায় কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। গাড়ির সঙ্গে থাকা কাগজপত্রও পরীক্ষা করে দেখা হচ্ছে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Kalimpong Rain: বৃষ্টি দুর্যোগে ভয়ঙ্কর পাহাড়, হড়পা বানে আটকে স্কুল বাস! আতঙ্কিত পড়ুয়ারা