কলকাতা: রাজ্য একের পর এক গণপিটুনির ঘটনা। যা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। নবান্নে মুখ্যসচিব এবং এডিজি আইনশৃঙ্খলার সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন পুলিশ খবর পাচ্ছে না, কেন দেরি করে ঘটানস্থলে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। পুলিশকে নজরদারি বাড়নোর নির্দেশ দিয়েছেন তিনি। 


ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী: রাজ্য জুড়ে কোথাও গণপিটুনি, কোথাও পিটিয়ে খুন। নজরদারি বাড়িয়ে পুলিশকে কড়া ব্যবস্থার নির্দেশ দিয়েছে রাজ্য় সরকার। ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার ঘোষণাও করা হয়েছে। কিন্তু প্রশ্ন হল কেন ঘটছে এই ধরনের ঘটনা। যা নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী। যিনি আবার রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীও। এদিন নবান্নে বৈঠকে তিনি বলেন, "কেন আগে থেকে কোনও খবর পাচ্ছে না পুলিশ? কেন দেরিতে খবর পেয়ে আরও পরে যাচ্ছে পুলিশ? কী কাজ করছে গোয়েন্দা দফতর, কেন দেরিতে খবর পাচ্ছে?' পুলিশকে নজরদারি বাড়ানোর কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।'' 


কড়া অবস্থান রাজ্য সরকারের: গত কয়েকদিন ধরে এ রাজ্য়ে গণপিটুনির একের পর এক ঘটনা নিয়ে তোলপাড় চলছে। প্রায় প্রতিদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ধরনের ঘটনা ঘটছে। যাতে মৃত্যু পর্যন্ত হয়েছে। এবার গণপিটুনিতে কড়া অবস্থান নিয়েছে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের আর্থিক সহযোগিতার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট পরিবারের একজনকে দেওয়া হবে হোমগার্ডের চাকরি। পুলিশ প্রশাসনকে ২০১৯ সালের গাইডলাইন মানার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সাংবাদিক বৈঠকে আলাপন বন্দ্যোপাধ্য়ায় বলেন, পুলিশকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। ক্ষতিগ্রস্তদের পরিবারের একজনকে হোমগার্ডের চাকরি দেওয়া হবে। আর্থিকভাবে পাশে থাকতে ক্ষতিগ্রস্ত পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে।''


একের পর গণপিটুনির ঘটনা: কার্যত সংক্রমণের চেহারা নিয়েছে গণপিটুনির ঘটনা। এবার আড়িয়াদহে কলেজ পড়ুয়া ছেলে ও মাকে বেধড়ক মারধর করা হল। ঘটনায় ৬জনকে গ্রেফতার করা হলেও অধরা মূল অভিযুক্ত। যে জয়ন্ত সিং স্থানীয় তৃণমূল বিধায়ক মদন মিত্রর ঘনিষ্ঠ। ঘটনার প্রতিবাদে অভিযুক্তর ক্লাবে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। এদিনই NRS হাসপাতাল চত্বর স্রেফ মোবাইল চোর সন্দেহে বেধড়ক মারধর করা হয়। কখনও জুতো দিয়ে, তো কখনও মারা হল বেল্ট দিয়ে। বেশ কিছুক্ষণ পর আক্রান্তকে উদ্ধার করে মুচিপাড়া থানায় নিয়ে যায় ট্রাফিক পুলিশ। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Nabanna On Stamp Duty: বাড়বে জমি ও বাড়ির দাম! রাজ্যে বাড়ল স্ট্যাম্প ডিউটি