ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: বিজেপির (BJP) পঞ্চায়েত সদস্য সুপারিশ করলে, তবেই মিলবে কাস্ট সার্টিফিকেট। খেজুরিতে বিজেপি পরিচালিত পঞ্চায়েতের প্রধানের এহেন নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক। তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা একবার ভুয়ো সুপারিশ করেছিলেন, তাই এই নির্দেশ বলে সাফাই দিয়েছেন প্রধান। এর বিরুদ্ধে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল।


নির্দেশ ঘিরে তুঙ্গে বিতর্ক: ভাইরাল হওয়া এই ভিডিও ঘিরেই, তুমুল বিতর্ক পূর্ব মেদিনীপুরের খেজুরিতে। গত পঞ্চায়েত নির্বাচনে নিজকসবা গ্রাম পঞ্চায়েতে, ২৮ আসনের মধ্যে ১৬টিতে জিতেছে বিজেপি ও ১২টি তৃণমূলের দখলে রয়েছে। খেজুরির উত্তর বোগা গ্রামের একাধিক বাসিন্দার অভিযোগ, স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্যের সুপারিশে জাতিগত শংসাপত্র আনতে গেলেও, প্রধান তা মানতে চাননি। অন্য অঞ্চলের বিজেপির পঞ্চায়েত সদস্যের থেকে সুপারিশ করিয়ে আনতে বলছেন তিনি। মধ্যে ভাইরাল হয়েছে এই ভিডিও। যেখানে দেখা যাচ্ছে, বিজেপি পঞ্চায়েত সদস্যের সুপারিশে না যাওয়ায় কাস্ট সার্টিফিকেট দিলেন না পঞ্চায়েত প্রধান। উল্টে গ্রামবাসীরা কারণ জানতে চাইলে, জুটল ধমক।

বিজেপির পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে বিডিওর কাছেও লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন দিব্যেন্দু মিদ্যা নামে আরও এক গ্রামবাসী। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিডিও। বিজেপির পঞ্চায়েত প্রধানের এহেন আচরণের বিরুদ্ধে, তীব্র আক্রমণ শানিয়েছে তৃণমূল। খেজুরি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি শ্যামল মিশ্র বলেন, “গ্রাম পঞ্চায়েতের প্রধান মনে করছেন তিনি বিজেপির চেয়ারে বসে আছেন। তার জন্য তিনি বিজেপি কার্যকর্তাদের কাছ থেকে সই করিয়ে নিয়ে যেতে বলছেন। অন্যথায় তৃণমূলের জয়ী পঞ্চায়েত সদস্যদের সই করে নিয়ে গেলে কাউকেই শংসাপত্র দেওয়া হচ্ছে না। ফিরিয়ে দেওয়া হচ্ছে। আগামী দিনে এ ব্যাপারে আমরা বৃহত্তর আন্দোলন করব।’’            

এদিকে বিতর্কের মুখে পড়ে আবার অন্য সাফাই দিয়েছেন অভিযুক্ত পঞ্চায়েত প্রধান মৌসুমী পাত্র মণ্ডল। তিনি বলেন, “তৃণমূলের পঞ্চায়েত সদস্যরা একাধিকবার ভুয়ো সুপারিশ করেছিলেন। এর জন্য বিপাকেও পড়তে হয়েছে। তাই শুধুমাত্র যাচাই করে দেখার জন্য আমরা আর একজন পঞ্চায়েত সদস্যর কাছ থেকে সই করিয়ে নিয়ে আসতে বলেছি।’’


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: WB Gas Price:'বাংলায় বিজেপিকে ক্ষমতায় আনলে ৪৫০ টাকা গ্যাস,' এল প্রতিশ্রুতি