বিটন চক্রবর্তী, পাঁশকুড়া: কোলাঘাট, হলদিয়ার পর এবার পাঁশকুড়া সমবায় সমিতির নির্বাচনে জয় সিপিএমের (CPIM)। পাঁশকুড়া যশোড়া কোঅপারেটিভ এগ্রিচালচার ক্রেডিট সোশাইটির ভোটে জয়ী সিপিএম।
সমবায় সমিতির নির্বাচনে জয় সিপিএমের: ৯টি আসনের মধ্য়ে ৫টিতে জয় সিপিএমের। ৪টি আসনে জয়ী তৃণমূল সমর্থিত প্রার্থীরা। ৪টি আসনে প্রার্থী দিলেও খাতাই খুলতে পারল না বিজেপি। একটি আসনে প্রার্থী দিয়েছিল সিপিআই সকাল দশটা থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয় শেষ হয় দুপুর দুটোয়। শান্তিপূর্ণভাবেই চলে ভোটগ্ৰহC প্রক্রিয়া। ফলাফল বের হতে দেখা যায় সিপিএম ৫টি আসনে জয়লাভ করে এবং তৃণমূল পায় ৪টি আসন। বিজেপি এই সমবায় সমিতি নির্বাচনে খাতাই খুলতে পারল না।
জোটের জয় হলদিয়ায়: সাগরদিঘিতে জয়ের হ্যাটট্রিক হাতছাড়া হয়েছে দিন ২৫ আগে। এবার হারতে হল, পূর্ব মেদিনীপুরের হলদিয়া ডক ইন্সটিটিউট পরিচালন সমিতির নির্বাচনে। নেপথ্যে, বাম-কংগ্রেস-সহ সমমনোভাবাপন্ন দলের প্রগতিশীল জোট। হলদিয়া ডক ইন্সটিটিউটের পরিচালন সমিতির নির্বাচনে সাগরদিঘি মডেলের জয়জয়কার। খাতাই খুলতে পারল না তৃণমূল ও বিজেপি। ১৯টি আসনের সবকটিতেই জয়ী বাম-কংগ্রেসের প্রগতিশীল জোট। তৃণমূলের পরাজয়ে খুশি, প্রতিক্রিয়া বিজেপির। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল।
কোলাঘাটের পর এবার হলদিয়ায় হিট 'সাগরদিঘি মডেল'। ফের জোটের কাছে ধরাশায়ী হল জোড়া ফুল। সাগরদিঘি মডেলকে সামনে রেখে বাম কংগ্রেস-সহ সমমনোভাবাপন্ন দলের প্রগতিশীল জোট জয়ী হল সবকটি আসনে। ১৯ আসনের হলদিয়া ডক ইন্সটিটিউটের পরিচালন সমিতি নির্বাচনে, সব আসনেই প্রার্থী দিয়েছিল তৃণমূলের শ্রমিক সংগঠন INTTUC ও গেরুয়া শিবিরের শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সঙ্ঘ। কিন্তু, একটি আসনেও খাতা খুলতে পারল না তারা। শুক্রবার, কেন্দ্রীয় বাহিনী ও রাজ্যপুলিশ দিয়ে ভোট হয়। শনিবার সকাল থেকেই নজর ছিল ফলাফলের দিকে।
পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ এখনো ঠিক হয়নি। এরই মাঝে নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের ১৫টি আসনের মদ্ধ্যে ১৪টি আসনে ও তিনটি পঞ্চায়েত সমিতির আসনের প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েতের পনেরাটা আসনের মধ্যে ১৪ টা আসনে পার্থী পদ ঘোষনা করল বিজেপির জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল।
আরও পড়ুন: Hiran Attack Dev: 'ঘাটালের তৃণমূল সাংসদ বড় দুর্নীতিতে জড়িত' হিরণের নিশানায় দেব