পূর্ব মেদিনীপুর: আর জি কর কাণ্ডের জের, মহিলাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যেগে চালু হল হেল্প লাইন নম্বর।  এই নাম্বারের মধ্য দিয়ে মহিলারা যে কোনও বিপদের সম্মুখীন হলে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে পারেন। 


পূর্ব মেদিনীপুর জেলায় আশা পর্যটকরা বিপদের সম্মুখীন হলে এই নম্বরে যোগাযোগ করতে পারেন। তাদের দ্রুত সমস্যার সমাধান হবে। ফোনের মাধ্যমে ও হোয়াইটঅ্যাপের মাধ্যমে এই পরিষেবা পাবেন। এমনকি এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে গাইড ও পাওয়া যাবে।এমনকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভিন্ন থানা এলাকার অফিসারদের নাম্বার ও পাওয়া যাবে। নাম্বারটি হল ৯৮০০৭৭৫৯৯৯ ।


অপরদিকে, আর জি কর-কাণ্ডে বিচার চেয়ে কর্মবিরতিতে জুনিয়র চিকিৎসকরা। গত শনিবার থেকেই চালু হয়েছে টেলি-মেডিসিন পরিষেবা। শুক্রবারই ঘোষণা করে জানায় পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের।  প্রতিদিন সকাল ১০ থেকে দুপুর ২ পর্যন্ত টেলি-মেডিসিন পরিষেবার ঘোষণা। রবিবার রাজ্যের বিভিন্ন মেডিক্যাল কলেজ সংলগ্ন এলাকায় স্বাস্থ্য শিবিরের আয়োজন। ২ সেপ্টেম্বর লালবাজার অভিযানের ডাক পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের। টেলি-মেডিসিন পরিষেবা পেতে হোয়াটসঅ্যাপ নম্বর: 8777565251, 8777569399, 8777579517, 6290326079


খাস মেডিক্য়াল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের পর টনক নড়েছে পুলিশের। শনিবারের পর রবিবারও পুলিশে পুলিশে ছয়লাপ RG কর হাসপাতাল চত্বর। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ ও র‍্যাফ। ইমার্জেন্সি বিভাগের সামনে গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। যেখানে বলা হয়েছে - মহিলাদের সঙ্গে অপরাধ সংগঠিত হতে পারে এরকম এলাকা চিহ্নিত করতে হবে।


আরও পড়ুন, 'এখনও 'থ্রেট কালচার' চালাচ্ছেন অভীক দে-র অনুগামীরা' ! বিক্ষোভ বর্ধমান মেডিক্যালে


 মহিলা চিকিৎসককে খুনের পর টনক নড়েছে RG কর মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষেরও। হাসপাতালের তরফে পোশাক বিধি ও পরিচয়পত্র বাধ্যতামূলক করতে জারি হয়েছে নতুন নির্দেশিকা। নির্দেশিকায় উল্লেখ, হাসপাতালে PPP মডেলের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র। এছাড়া, হাসপাতালের কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদেরও ওই বিভাগের নির্দিষ্ট কোনও পোশাক থাকলে তা পরা বাধ্যতামূলক। নতুন নির্দেশিকা জারি করেছে RG কর কর্তৃপক্ষ। 


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।